মহেন্দ্র সিং ধোনিকে ‘বিহারি’ বলে জিভাকে আক্রমণ করলেন এক নেটিজেন। আর সেই নেটিজেনের পোস্টে চটল নেটপাড়া। ওই নেটিজেন যে পোস্ট করেছেন, সেটার তীব্র নিন্দা করা হল। একজন বলেন, ‘যদি নিজের কাছে নিজের মূল্য কম হয়, তাহলে জীবনে কিছু লক্ষ্য খুঁজে নিন। জিমে যান, নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন, মানসিকতা শোধরানোর চেষ্টা করুন, আরও বই পড়ুন। প্রতিদিন এমন কিছু করুন, যাতে প্রতিদিন একটু করে ভালো মানুষ হয়ে উঠতে পারেন। তখন নিজেকে ভালো লাগানোর জন্য অন্য কারও সন্তানকে নিয়ে নোংরা এবং অসম্মানজনক মন্তব্য করতে হবে না। চেষ্টা করে দেখুন।’ যদিও তুমুল সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় থেকেছেন ওই নেটিজেন। বরং যাঁরা তাঁর কাজের সমালোচনা করেছেন বা নিন্দা করেছেন, তাঁদের পালটা তোপ দেগেছেন।
ওই নেটিজেন ঠিক কী বলেছেন?
মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যান ধোনি, তাঁর স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভা। সপরিবারে ছবি তোলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর সেই ছবি পোস্ট করে ওই নেটিজেন লেখেন, 'এই কারণেই মেয়েরা বিহারি ছেলেদের বিয়ে করতে চায় না।'
বিরক্ত অন্যান্য নেটিজেনরা
আর সেই পোস্ট দেখে উষ্মাপ্রকাশ করতে থাকেন অধিকাংশ নেটিজেন। তাঁরা বলতে থাকেন যে ধোনিকে নিয়ে যো পোস্ট করা হয়েছে, তা একেবারেই কাম্য নয়। চূড়ান্ত বিদ্বেষমূলক মন্তব্য এটা। কেউ-কেউ আবার স্মরণ করিয়ে দেন যে ধোনির জন্মগ্রহণ বিহারে (তখন বিহার ছিল) হয়েছে। আদতে তাঁর পরিবার উত্তরাখণ্ডে থাকত।
সেইসবের মধ্যেই ওই নেটিজেন দাবি করেন, জিভা যে জুতো পরেছেন, সেটার জন্য ওরকম মন্তব্য করেছেন। ওই ছবিতে দেখা গিয়েছে যে সাদা স্নিকার পরে আছেন জিভা। তবে সেই যুক্তি দিয়েও পার পাননি ওই নেটিজেন। তাঁর সমালোচনা করেন অন্যান্যরা। তাতে অবশ্য তেমন কিছু ভ্রূক্ষেপ করেননি ওই নেটিজেন। বরং নিজের পোস্টের স্বপক্ষেই কথা বলে গিয়েছেন। আর দাবি করেছেন যে তিনি কোনও ভুল করেননি।
ধোনি ও সাক্ষীর বিবাহবার্ষিকী উদযাপন
উল্লেখ্য, গত ৪ জুলাই বিবাহবার্ষিকী উদযাপন করেছেন ধোনি এবং সাক্ষী। কেক কেটে চতুর্দশ বিবাহবার্ষিকী উদযাপন করেন তাঁরা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানেও আসেন ধোনিরা। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে ছিলেন সাক্ষী এবং জিভাও। গত ৯ ফেব্রুয়ারি জিভার বয়স নয় হয়েছে।