পুরুলিয়ায় এক ফিল্ডার এমন ক্যাচ নিলেন, যা দেখলে জন্টি রোডস, সুরেশ রায়নারাও চমকে যেতে পারেন। বাউন্ডারির কাছে হাত দিয়ে না ধরে ফুটবলের মতো পা দিয়ে বলটা তুলে দেন। শট মারেন। বলটা চলে আসে ব্যাটারের দিকেই। আর সেখানে দাঁড়িয়ে সহজ ক্যাচ ধরে নেন অপর এক খেলোয়াড়। আর সেই অবিশ্বাস্য ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে তো ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে এটাকে কি সবথেকে অবিশ্বাস্য ক্যাচের তকমা দেওয়া যায়? কেউ-কেউ তাতে রাজি নন। কারণ টেনিস বলে সেই টুর্নামেন্ট হচ্ছিল।
ফুটবলের মতো শট মেরে দুর্দান্ত ক্যাচ পুরুলিয়ায়
আসলে পুরুলিয়ায় গব্বর এবং সঞ্জনা মেমোরিয়াল কাপে ফ্রেন্ডস একাদশের মুখোমুখি হয়েছিল জেবিসি। প্রতিটি দল আট ওভার করে ব্যাটিং করে। সেই ম্যাচের তৃতীয় ওভারের বলে সেই অবিশ্বাস্য ক্যাচ নেন জেবিসির ফিল্ডার। ফ্রেন্ডস একাদশের বিষ্ণু বড় শট মারতে যান। বলটা বাউন্ডারির দিকে উড়ে যায়। ফিল্ডার ক্যাচটা ধরতে আসেন। তবে হাত দিয়ে ধরেননি। ফুটবলের মতো পা দিয়ে বলটা তুলে দেন। অপর এক ফিল্ডার ধরে নেন সেই বলটা। তারপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন জেবিসির খেলোয়াড়রা। হতবাক হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান ব্যাটার।
সর্বকালের সেরা ক্যাচ এটা?
আর সেই ভিডিয়ো দেখে এক নেটিজেন বলেছেন, 'উনি (ফিল্ডার) ফুটবল খেলতে চাইতেন। কিন্তু বাবা-মা ওঁনাকে ক্রিকেট খেলতে বলেছিলেন, কারণ সমাজে দাম বাড়বে। যাই হোক, ক্যাচটা দুর্দান্ত।' যিনি সেই ভিডিয়ো পোস্ট করেছেন, সেই নেটিজেন বলেন, 'এটা ক্রিকেটের সবথেকে অবিশ্বাস্য ক্যাচের মধ্যে অন্যতম বলতে পারি কি আমরা? পুরুলিয়ায় স্থানীয় ক্লাবের একটি ম্যাচে এই ঘটনা ঘটেছে।'
আসল ক্রিকেট বলে ওরকম ক্যাচ ধরা যেত?
যদিও অনেকের মতে, টেনিস বল হওয়ায় ওরকম ক্যাচ ধরা পড়ে। আসলে যে বলে ক্রিকেট খেলা হয়, তাতে ওরকমভাবে ক্যাচ ধরা মারাত্মক কঠিন। পায়ে লেগে যাওয়ারও আশঙ্কা আছে। এক নেটিজেন বলেন, 'ভাগ্যিস, এটা টেনিস বল।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'আসল ক্রিকেট বলে সম্ভবত ক্যাচটা নেওয়া কঠিন হত। তবে দারুণ ক্যাচ।'
একজন আবার বলেন, ‘যদি নিজের শরীরটা সামনের দিকে ছুড়ে দিতেন, তাহলে উনি সহজেই হাত দিয়ে ক্যাচটা ধরে নিতে পারতেন।’ তবে সম্ভবত সেই কাজটা করেননি, কারণ মাঠের অবস্থা একেবারেই ভালো ছিল না। ডাইভ দিতে গেলে বা মাঠে পড়ে গেলে লেগে যেতে পারত বলে হয়ত তিনি সেই চেষ্টা করেননি।