খেলোয়াড়দের জার্সি নম্বরের পিছনে চমকপ্রদ সব গল্প শোনা যায় হামেশাই। জার্সি নম্বর অনেক সময় খেলোয়াড়দের পরিচিতি হয়ে দাঁড়ায়। ঠিক যেমন ৭ নম্বর জার্সি পরেন বলেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সিআর-সেভেন বলে ডাকা হয়ে। ১০ নম্বর জার্সির জন্যই লিওনেল মেসি পরিচিত এলএম-টেন নামে।
ক্রিকেটারদের জার্সি নম্বরও ঠিক এমনই মাহাত্ম্য পায় সমর্থকদের কাছে। সচিনের ১০ নম্বর জার্সিকে ভারতীয় ক্রিকেট বোর্ড সংরক্ষিত করেছে। ভারতীয় ক্রিকেটে ৭ নম্বর জার্সির মালিক কে, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। বিরাট কোহলি নিজের ১৮ নম্বর জার্সির পিছনের গল্প শুনিয়েছেন অনুরাগীদের। তবে ফিল সল্ট কেন ৬১ নম্বর জার্সি পরেন, তা জানলে খুশি হবেন না অনেকেই।
প্রিমিয়র লিগ ক্লাবগুলির জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বিশেষ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটির মতো ফুটবল ক্লাবগুলির অনুরাগী ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। ফিল সল্টের জার্সি নম্বরের গল্প শুনলে রেগে লাল হবেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকরা। অবার সল্টের জার্সি নম্বর আপ্লুত করবে ম্যান সিটির সমর্থকদের।
কেন ৬১ নম্বর জার্সি পরে মাঠে নামেন ফিল সল্ট:-
ফিল সল্ট ছোটবেলা থেকেই ম্যাঞ্চেস্টার সিটির অনুরাগী। তিনি ৬১ নম্বর জার্সি পরেন ম্যাঞ্চেস্টার ডার্বিতে ইউনাইটেডের বিরুদ্ধে সিটির ৬-১ গোলে জয়ের স্মারক হিসেবে। ২০১১ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে হারিয়ে দেয় ম্যাঞ্চেস্টার সিটি। ডার্বিতে এটিই এখনও পর্যন্ত সিটির সব থেকে বড় ব্যবধানে জয়ের নজির। ফিল সল্টের জার্সিতে ধরা পড়ে সেই ম্যাচের স্কোর লাইন।
আরও পড়ুন:- T20 বিশ্বকাপের মাঝেই দুই ক্রিকেটারকে দেশে ফেরাচ্ছে ভারত- রিপোর্ট
কেন নিজের জার্সি নম্বর বদলাতে চান ফিল সল্ট:-
উল্লেখযোগ্য বিষয় হল, সল্ট নিজেই জানিয়েছেন তিনি এই জার্সি নম্বর বদলাতে চান। কারণটা জানলে ইউনাইটেড সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটে পড়বে। আসলে ম্যাঞ্চেস্টার সিটি ৬-১ ব্যবধানে ম্যাচ জেতে ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। সুতরাং, রেকর্ড বইয়ে এই ম্যাচের ফলাফল নথিবদ্ধ রয়েছে ১-৬ হিসেবে। সেই কারণেই সল্ট নিজের ভুল শুধরে নিতে চান। কাউন্টিতে ৬১-র বদলে ১৬ নম্বর জার্সি পরে মাঠে নামার সিদ্ধান্ত সেই কারণেই।
উল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপে ৬১ নম্বর জার্সি পরেই মাঠে নামছেন ফিল সল্ট। তিনি শুক্রবার ওমানের বিরুদ্ধে ইনিংসের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে বিরল এক বিশ্বরেকর্ড গড়েন। সল্টই বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দলগত ইনিংসের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন।