মুম্বইয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। আগেই ২টি টেস্ট জিতে সিরিজ নিজেদের নামে করেছে কিউয়িরা। প্রথম ২ টেস্টের মতো মুম্বইয়েও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রোহিত-বিরাট। একমাত্র প্রথম ইনিংসে শুভমন গিল, ঋষভ পন্ত এবং ওয়াশিংটন সুন্দর দলের হয়ে রান করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম দিনেই মাত্র ২৩৫ রানে অলআউট হয়ে গেছিল রাচিন-লাথামরা। জবাবে ব্যাট করতে নেমে ভারতের প্রায় সব ব্যাটসম্যান রান করতে ব্যর্থ হয়। তাড়াতাড়ি আউট হয়ে যান যশস্বী জসওয়াল (৩০), বিরাট কোহলি (৪), রোহিত শর্মা (১৮), রবীন্দ্র জাদেজা (১৪) এবং সরফরাজ খান (০)।
প্রথম ইনিংসে কোনওক্রমে ২৮ রানের লিড নিয়ে ২৬৫ রান করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। তবে ঘরের মাঠে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের এমন হতশ্রী পারফরম্যান্স দেখে হতাশ হবেন কোচ গৌতম গম্ভীরও। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন আজাজ প্যাটেল। ১টি করে উইকেট পান গ্লেন ফিলিপস এবং ইশ সোধি। এরপরেই X হ্যান্ডেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর গম্ভীরের কাছে স্পিনারদের বিরুদ্ধে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির দুর্বলতার কথা তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘ভারতের ব্যাটিং কোচের উচিত শুরুতে ধীরে ধীরে ভারতীয় ব্যাটসম্যানদের স্পিনারদের বিরুদ্ধে ব্যাকফুটে কিভাবে খেলতে হয় তা শিখিয়ে দেওয়া। এতে তাদের স্পিন মোকাবেলায় সাহায্য হবে, ফলে রানও পাবে। পন্ত বাদে সমস্ত প্রধান ব্যাটসম্যানরা সামনের পায়ে ভর করে স্পিন খেলতে গিয়ে আউট হয়েছে।’
নিউজিল্যান্ডের হয়ে আজাজ প্যাটেল- যশস্বী জয়সওয়াল (৩০), শুভমান গিল (৯০), মহম্মদ সিরাজ (০), সরফরাজ খান (০) এবং অশ্বিনকে (৬) আউট করেন। অন্যদিকে সোধি পান্তকে (৬০) আউট করেন এবং জাদেজার উইকেট পান ফিলিপস। গিল এদিন তাঁর শতরান হাতছাড়া করেন অল্পের জন্য। সামনের পায়ে ভর করে আজাজের বল খেলার চেষ্টা করার সময় আউট হন তিনি। বল ড্রপ খেয়ে ব্যাটসম্যানের থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল, তখনই ব্যাটের কানা লাগিয়ে বসেন গিল, স্লিপে কোনও ভুল না করে ক্যাচ ধরে নেন ডারিল মিচেল। ওদিকে জাদেজা ও অশ্বিনও আউট হয়ে যান ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে। জাদেজাও শট খেলতে গিয়ে বল ব্যাটের কোনায় লাগিয়ে বসেন। অশ্বিনও একইভাবে আউট হয়েছিলেন।