বাংলা নিউজ > ক্রিকেট > Manoj Tiwary: পরিবার তুলে গালাগালি গম্ভীরের, খারাপ কথা সৌরভকে নিয়েও, বিস্ফোরক মনোজ

Manoj Tiwary: পরিবার তুলে গালাগালি গম্ভীরের, খারাপ কথা সৌরভকে নিয়েও, বিস্ফোরক মনোজ

গৌতম গম্ভীর (HT_PRINT)

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মনোজ তিওয়ারি।  তাঁর পরিবার তুলে গালাগালি দিয়েছিলেন গৌতম গম্ভীর। খারাপ কথা বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও। 

ফের গম্ভীরকে নিয়ে বিস্কোরক মনোজ তিওয়ারি। বৃহস্পতিবারই কোনও রাখঢাক না রেখে একদা কলকাতা নাইট রাইডার্সের সতীর্থের সমালোচনা করেছিলেন মনোজ। বর্তমানে ভারতের ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি লাগাতার ব্যর্থতার জেরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে পরাজয়ের পর। গম্ভীর জামানায় শেষ ৮টি টেস্টের মধ্যে ৬টিতেই পরাজয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে দাপট দেখানো মনোজ এরপরেই ভারতীয় দলের কোচের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

নিউজিল্যান্ডের কাছে পরাজয় মেনে নেওয়া কঠিন:

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি জানিয়েছেন, নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে পরাজয়টা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ‘ফলাফল সবাই দেখতে পাচ্ছে। ও কম সময়ের মধ্যে ৩ সিরিজে পরাজিত হয়েছে। বর্ডার গাভাসকর ট্রফিতে হেরেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে পরাজয়। এটা একটা বড় হার। এর আগে এরকম কখনও ঘটেনি। এগুলি অনেক কিছু বলে দিচ্ছে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হারাটা কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। সে এই স্বল্প সময়ের মধ্যে শ্রীলঙ্কায় ওডিআই সিরিজেও পরাজিত হয়েছিল।’   

তিনি যোগ করেছেন, ‘জেতা-হারাটা খেলার অংশ, তবে ফলাফল অনেক কথা বলে। আপনাকে হারের পেছনের কারণগুলি জানতে হবে। আপনাকে বিষয়টা বুঝতে হবে এবং আগামীতে যাতে এমন না হয় তার জন্য পরিকল্পনা করতে হবে। তার কাছ থেকে যা প্রত্যাশা করা হচ্ছে তা ও দিতে পারছে না কেন? রাহুল দ্রাবিড়ের মতো লোকের জায়গায় ও এসেছে। রাহুল দ্রাবিড় যেই উচ্চতায় শেষ করেছিল, সেখান থেকে কোথায় এগিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট? এটা সম্পূর্ণরূপে কোচিং করানোর পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকার ফল।’ 

কোচ এবং মেন্টর হওয়ার মধ্যে বিস্তর তফাৎ:

ভারতীয় দলের কোচ হওয়ার আগে KKR এবং LSG ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মেন্টর হিসেবে যুক্ত ছিলেন গৌতম গম্ভীর। KKR-এর হয়ে ২০২৪-এ IPL ট্রফি জিতেছিলেন তিনি। তবে মনোজ বলছেন, কোচ এবং মেন্টর হওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি বলেন, ‘আপনি আমায় বলুন, ও ভারতীয় দলের কোচ হওয়ার আগে কোনও প্রথম শ্রেণির ক্রিকেটে বা IPL-এ বা বিশ্বের যেকোনও প্রান্তে কোচ হিসেবে কাজ করেছিল? সে দলের কাউকে কোচিং দিয়েছে? মেন্টর হওয়া এবং কোচ হওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর সবাই এখানেই গুলিয়ে ফেলে। আপনার যখন অভিজ্ঞতাই নেই তখন কিভাবে আপনি পারফরম্যান্স নিয়ে বিশেষজ্ঞ হয়ে উঠবেন? আজকাল এটাই হচ্ছে। সবাই ফলাফলও দেখতে পাচ্ছে।’ মনোজ আরও যোগ করেন, ‘তার এখনও সময় লাগবে।  কারণ, ভুল থেকে সে শিখবে এবং পরবর্তী সিরিজ থেকে নিজেকে পরিবর্তন করবে। তারপরে হয়তো আমরা পজিটিভ রেজাল্ট দেখতে পাব। শেষ পর্যন্ত দেখতে হবে কোচ হিসেবে সে কতদিন টিকে থাকে।’

কেন গম্ভীরকে হিপোক্রিট বলেছিলেন মনোজ?

আগে এক ইন্টারভিউতে গম্ভীর ভারতীয় দলে বিদেশি কোচ নিয়োগের বিরোধিতা করেছিলেন। সেই সূত্র ধরেই মনোজ তিওয়ারি গম্ভীরকে ‘হিপোক্রিট’ বলে উল্লেখ করেছিলেন। তিনি অভিযোগ করেছেন, গম্ভীরের কথা এবং কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। মনোজ বলেন, “কেন আমি তাকে হিপোক্রিট বললাম? একটা সাক্ষাৎকারের কারণে এই কথা বলেছিলাম। ও সেই সাক্ষাৎকারে বলেছিল, ‘এই সব বিদেশী কোচ, যারা বিদেশ থেকে এসেছে, তাদের কোনও আবেগ নেই, তাদের কোনও অনুভূতি নেই। তারা অর্থ উপার্জন করে এবং নিজেদেরকে উপভোগ করে।’ যখন তার কাছে সমস্ত ভারতীয় কোচ এবং সমস্ত ভারতীয় বংশোদ্ভূত সাপোর্ট স্টাফ বাছাই করার সুযোগ ছিল, তখন সে কেন রায়ান টেন দুশখাতে, মর্নি মর্কেলদের নিল? সে যা চেয়েছে তাই পেয়েছে, কিন্তু ফলাফল দিতে পারেনি। তার কাজ এবং কথার মধ্যে মিল নেই। এই কারণে আমি তাকে হিপোক্রিট বলেছিলাম।’ 

নীতীশ রানা এবং হর্ষিত রানাদের নিয়ে প্রশ্ন তুললেন মনোজ:

সম্প্রতি নীতীশ রানা এবং হর্ষিত রানা সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের পক্ষে সমর্থন জানিয়েছেন। তিওয়ারি এটিকে একটি ‘পিআর গেম’ বলে বিশ্বাস করেন। তিনি বলেছেন, তাঁরা দু’জনই KKR-এর হয়ে গম্ভীরের অধীনে খেলেছেন। তাই, এটা স্পষ্ট যে ওঁরা গম্ভীরের পক্ষে থাকবে। মনোজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্ট খেলা হর্ষিত রানাকে নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আকাশদীপ যখন ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।  

তিনি বলেন, ‘কেন নীতিশ রানা এবং হর্ষিত রানা, গৌতম গম্ভীরকে সমর্থন করবে না? আকাশদীপের জায়গায় পার্থে খেলেছে হর্ষিত। এটা কিভাবে সম্ভব হল? আকাশদীপ কী ভুল করেছে? বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে ও। একজন ফাস্ট বোলার হিসেবে, সে সিম কন্ডিশনে বোলিং করার স্বপ্ন দেখেছিল, কিন্তু সে তাকে বাদ দিয়ে হর্ষিতকে খেলাল, যার তেমন প্রথম-শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা নেই। আকাশদীপের দুর্দান্ত রেকর্ড রয়েছে। এটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট নির্বাচন। এই কারণেই কিছু খেলোয়াড়রা এগিয়ে আসবে এবং তাকে  সমর্থন করবে।’  মনোজ আরও যোগ করেন, ‘আমি ভুল কিছু বলিনি, আমি পিআর নিয়ে কথা বলেছি। যখন কেউ যুক্তি দিয়ে কথা বলে তখন অনেকে সামনে এসে অপর জনকে সমর্থন করে। কিন্তু তারা আমায় জানে না। আমি যুক্তি দিয়ে কথা বলি।’ 

মনোজের পরিবারকে আক্রমণ করেছিলেন গম্ভীর:

তিওয়ারি ২০১৫ সালে একটি রঞ্জি ট্রফি ম্যাচ চলাকালীন গম্ভীরের সঙ্গে তাঁর বহুল প্রচারিত ঝগড়ার কথা বলতে গিয়ে অভিযোগ করেছিলেন যে গম্ভীর তাঁর পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন এবং এমনকী সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কেও খারাপ কথা বলেছিলেন। তিনি বলেন, ‘দিল্লিতে রঞ্জি ট্রফি ম্যাচে যখন আমার সঙ্গে ওর ঝামেলা হয়েছিল, তখন সবাই গৌতম গম্ভীরের মুখ থেকে প্রতিটি কথা শুনেছিল। সে যতই সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে খারাপ কথা বলুক বা আমার পরিবারকে গালাগালি করুক না কেন, তাকে কয়েকজন সমর্থন করেছিল। এই পিআর-এর কথাই আমি বলছি। প্রথম একাদশ বাছাই করার প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে না। আকাশদীপ বাদ পড়ে, হর্ষিত রানা সুযোগ পায়! সে যদি মনে করে হর্ষিত এতই ভালো, তাহলে বাকি সিরিজে কেন ওকে খেলানো হল না? আকাশদীপের বলার কিছু নেই।’ 

ক্রিকেট খবর

Latest News

অজানা প্রাণী নাকি চোর, দাপাদাপিতে তটস্থ সিউড়ির বাসিন্দারা, কী ব্যাপার? ‘জনগণের চাপের কাছে মাথানত’ করতে পারে না আদালত! সঞ্জয়ের সাজা নিয়ে বললেন বিচারক 'আমেরিকার স্বর্ণযুগের শুরু' শপথগ্রহণ অনুষ্ঠানে আর কী বললেন ট্রাম্প! রাহুল-প্রীতির মেয়েকে গান শোনাচ্ছেন 'মামা' সৌরভ! সুরের গুঁতোয় পেট ব্যথা হবেই হবে মিত্তির বাড়ির নায়ক আদৃতের গানে পাগল বঙ্গ ললনারা! গাইলেন সোহেলের জন্মদিনে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই জারি! শেষদিন হরগৌরীর সেটে, কেমন আছেন সব্যসাচী-জায়া? 'বন্ধু শুভেচ্ছা রইল!' প্রেসিডেন্ট হিসাবে শপথ ট্রাম্পের, অভিনন্দন মোদীর বেহাল হাল ইমার্জেন্সির, সোমবার আসতেই ভরাডুবি কঙ্গনার! ৪র্থ দিনে কত আয় বক্স অফিসে BCCIর চাপে সুর নরম কোহলির! ১২ বছর পর রঞ্জিতে নামছেন, কার বিরুদ্ধে? কবে ম্যাচ? শুক্রদেব কবে করবেন চালে বদল? কুম্ভ সহ কোন ৩ রাশিতে পড়বে প্রভাব?

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.