সিএসএ তাদের বার্ষিক অ্যাওয়ার্ড প্রাপকদের নাম ঘোষণা করল। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন মহিলা জাতীয় দলের ক্যাপ্টেন লরা উলভার্ট। অন্যদিকে পুরুষ বিভাগে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মার্কো জানসেন। মার্কো শুধুমাত্র ব্যাট নয় তাঁর অলরাউন্ডার পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পেলেন। মার্কো বিশ্বকাপে ১৭টি উইকেট নিয়েছিলেন। শুধু তাই নয় বক্সিং ডে টেস্টে ভারতের বিরুদ্ধেও বল হাতে বেশ দাপটের সঙ্গে খেলেছিলেন। অন্যদিকে লরা শুধুমাত্র বর্ষসেরা ক্রিকেটারই নয়, নির্বাচিত হয়েছেন ওডিআই এবং টি-টোয়েন্টি বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে। পাশাপাশি তিনি আবার নির্বাচিত হয়েছেন ফ্যানস প্লেয়ার অফ দ্য ইয়ারও।
এই পুরস্কারের জন্য সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড ১ মে ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৪- সময়ের পারফরম্যান্সকে বিবেচনা করেছে। চলতি বছরের জুনের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্স শুধুমাত্র পরের বছরের ইভেন্টে বিবেচনা করা হবে। বিবেচনাধীন সময়ে দক্ষিণ আফ্রিকা মাত্র চারটি টেস্ট খেলেছে। যার মধ্যে দুটি ভারতের বিরুদ্ধে এবং দুটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এর ফলে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচন করা কঠিন হয়ে পড়েছিল সিএসএ-এর জন্য। তারা এই পুরস্কার মে মাসে দেওয়ার চেষ্টা করেছিলেন তবে সম্ভব হয়নি, কারণ তারা চেয়েছিলেন তাদের সব আন্তর্জাতিক খেলোয়ার যাতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে। কিন্তু মে মাসে আইপিএল চলায় অনেক খেলোয়াড়ের পক্ষেই সেই সময় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে থাকা সম্ভব হতো না। সেই কারণে মে মাসের পরিবর্তে ক্রিকেট সাউথ আফ্রিকা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত করতে চলেছে।
অন্যদিকে, এই পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছে কুইন্টন ডিককের নাম। কুইন্টন বর্ষসেরা ওডিআই খেলোয়ার নির্বাচিত হয়েছেন। ২০২৩-এর ওডিআই বিশ্ব কাপের মঞ্চে চারটি সেঞ্চুরির জন্য এই পুরস্কার তাঁর ঝুলিতে গেছে। এদিকে, বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিজা হেন্ড্রিক্স। তিনি একমাত্র দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদ দিয়ে বিবেচনাধীন সময়ে হাফ সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও প্লেয়ার্স প্লেয়ার্স অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কেশব মহারাজ। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও একাধিক বিভাগ। যথাক্রমে মেন্স নিউ কামার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ডেভিড বেডিংহাম, ওমেন্স নিউ কামার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন এলিজ মারি মার্ক্স, পাওয়ার অফ ক্রিকেট আওয়ার্ড পেয়েছেন মাসাবাতা ক্লাস।