লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দুরন্ত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে ৩৮ বলে ৬৮ রানের ইনিংস এসেছে। যদিও তাঁর দল ম্যাচ জিততে পারেনি ব্যাটারদের ব্যর্থতায়। রোহিত যেখানে প্রায় ১৮০-র কাছাকাছি স্ট্রাইক রেটে রান তুলেছেন, সেখানে ইশান কিষানের স্ট্রাইক রেটে ছিল ৯৩ এবং হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট ছিস ১২৩, তাও ২০০-র ওপর রান চেজ করতে নেমে। দুজনে রানও তেমন করেননি। ইশান কিষান করেন ১৬ রান, হার্দিক করেন ১৪ রান। শেষ পর্যন্ত ১৮ রান দুরে থেমে যায় মুম্বইয়ের ইনিংস। এবারে লিগের লাস্ট বয় হিসেবে তাঁরা আইপিএল শেষ করল। গত তিন বছরে এই নিয়ে দ্বিতীয়বার সবার শেষে রইল এমআই। ধরে নেওয়া হয়েছে নীতা আম্বানির দলের হয়ে এটাই শেষ ম্যাচ ছিল রোহিত শর্মার। ম্যাচের আগে এবং পরে, রোহিতের থেকে তাঁর ভবিষ্যৎ চিন্তাভাবনার কথা জানতে চান মুম্বই কোচ মার্ক বাউচার, স্পষ্টতই তাঁকে বাপি বাড়ি যা স্টাইলে উড়িয়ে দেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন-IPL 2024-অনেক সমালোচনা হয়েছে, কিন্তু অনবদ্য অধিনায়কত্ব করছে, শ্রেয়সের প্রশংসায় এবি
কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে রোহিতের এক বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই নিশ্চিত হয়ে যায়, যে এবারের আইপিএলের পরই মুম্বই ছাড়বেন তিনি। এই প্রেক্ষাপটেই লখনউয়ের বিপক্ষে ম্যাচের পর মুম্বইয়ের কোচ মার্ক বাউচারকে প্রশ্ন করা হয়, তাঁর সঙ্গে রোহিতের কথা হয়েছে কিনা। এরপর প্রোটিয়াজ কোচ বলেন, ‘ আমি সেভাবে রোহিতের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কথা বলিনি, কিন্তু মুম্বইয়ের এই মরশুমের পারফরমেন্সের রিভিউ করেছি। এরপর রোহিতকে প্রশ্ন করেছিলেন, এরপর তিনি কি ভাবছেন। রোহিত বলেছেন, সামনে টি২০ বিশ্বকাপ নিয়ে এখন মনোনিবেশ করছে, এটাই আমার জানার ছিল। আমার মতে রোহিত শর্মা নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে পারে, আগামী বছর আইপিএলে মেগা নিলাম আছে, কি হবে কে বলতে পারে?’।
আরও পড়ুন-সন্ত্রাস না বন্ধ করলে কোনও ক্রিকেট নয়, পাকিস্তানকে বার্তা জয়শঙ্করের
মরশুম শুরুর আগে রোহিতকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার পর হার্দিকের হয়ে সাফাই দিতে গিয়ে রোহিতের স্ত্রী রিতিকার রোষের মুখে পড়েছিলেন বাউচার। সোশাল মিডিয়ায় রিতিকা সরাসরি বাউচারের দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল। যদিও আইপিএল শেষে তাঁর গলাতেও প্রশংসার সুর রোহিতের ব্যাপারে। বাউচার বলছেন, ‘ এই আইপিএলটা রোহিতের কাছে দুই অর্ধের মতো। প্রথম দিকে শুরুটা খুব ভালো করেছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছিল, নেটেও বেশ ভালো অনুশীলন করেছিল। আমাদের দলের সাফল্যের জন্য রোহিত সঠিক রাস্তাই বেছে নিয়েছিল, হয়ত ফরম্যাটটা টি২০ বলে সব ক্ষেত্রে সাফল্য পায়নি। তবে আধুনিক টি২০ ফরম্যাটের সঙ্গে তাল মিলিয়েই রোহিত মারকাটারি স্টাইলে ব্যাটিং করছিল, যা খুব ভালো বিষয়’।
আরও পড়ুন-টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত
এবারের আইপিএল দলের জন্য তেমন ভালো না গেলেও রোহিত শর্মা করেন ৪১৭ রান। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক তিনিই। লিগ স্টেজের ম্যাচের পর রোহিত গলায় বিশ্বকাপ ভাবনা যেমন তাঁর অধিনায়কত্বের দায়িত্বের কথা তুলে ধরল, তেমনই মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে যে তিনি আর কিছুই ভাবছেন না, তাও প্রতিফলিত হল তাঁর কথায়, মত ক্রিকেটমহলের।