বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন মার্নাস ল্যাবুশান। যেই ভাবে তিনি বারবার আউট হন তা নিয়ে সমালোচনা করেছিলেন ডেভিড ওয়ার্নার। প্রথম টেস্টের দুই ইনিংসে রান না করতে পারলেও দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে নিজের ছন্দ খুঁজে পেয়েছিলেন ল্যাবুশান। ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ভূমিকা রেখেছিলেন তিনি। এই ইনিংস শুধু অস্ট্রেলিয়াকে জয় পেতেই সাহায্য করেনি, ল্যাবুশানকে তাঁর নিজের ফর্ম ফিরে পেতেও সাহায্য করেছে। তবে পার্থে আউট হওয়ার পর তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওয়ার্নার, বিশেষ করে গালি অঞ্চলে খেলতে গিয়ে আউট হওয়ার পর। ওয়ার্নার বলেছিলেন, ল্যাবুশানের পরিস্থিতি সম্পর্কে সেই ভাবে ধারণা নেই।
ডেভিড ওয়ার্নার ফক্স ক্রিকেটকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি এখনও মার্নাসকে দেখে খুব বেশি খুশি নই। আমরা তাকে যেমন ভাবে চিনি সে তার ধারে কাছে নেই। সে হয়তো কয়েকটা ভালো শট খেলেছে, ভালো ব্যাট করেছে সেই রাতে কিন্তু এটাও ঠিক প্রতিপক্ষ বল খারাপ করেছে। এই দিক থেকে দেখতে গেলে এখনও তাকে নিজের সেরা ফর্মে ফিরতে হবে। সে ৫০-এর বেশি রান হয়ে গেলেই একই কায়দায় আউট হয়ে যায়। সোজা গালি অঞ্চলে শট খেলে বসে।’
এবার ল্যাবুশানে এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন। চ্যালেঞ্জ করলেন পরিসংখ্যান দেখে নিতে কতবার তিনি গালি অঞ্চলে আউট হয়েছেন। ল্যাবুশান বলেন, ‘কতবার আমি গালি অঞ্চলে আউট হয়েছি আমি তাকে অবশ্যই সেই পরিসংখ্যান দেখতে বলব। আমার যতদূর মনে আছে আমি দু'বার আউট হয়েছি গালি অঞ্চলে। কিন্তু আমাকে বড়দের মন্তব্য শুনতে হবে। তবে এখানে সবাই খবর তৈরি করতে বসে আছে, প্রতিবেদন লিখতে বসে আছে।’
উল্লেখ্য, শনিবার থেকে ব্রিসবেনে শুরু হতে চলেছে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জয় লাভের পর এখন লিড বাড়ানো লক্ষ্য অস্ট্রেলিয়ার। যদিও পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানে জিতেছিল ভারত। তবে অ্যাডিলেডে দুরন্ত পারফরম্যান্স করে অজি ক্রিকেটাররা। যেই কারণে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয় তারা। এই মুহূর্তে বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল ১-১। দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ এই অস্ট্রেলিয়া সফর। বর্তমানে WTC-র পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং ৩ নম্বরে রয়েছে ভারত।