২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। মহেন্দ্র সিং ধোনির একটা আউটই ম্যাচের চিত্রটা পরিবর্তন করে দিয়েছিল পুরোপুরি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম দিন ব্যাট করে নিউজিল্যান্ড দল করেছিল ৮ উইকেটে ২৩৯ রান, দেখে মনে হয়েছিল এই রান তো সহজেই তুলে নেবে টিম ইন্ডিয়া। কিন্তু বৃ্ষ্টির মাঠে কিউয়িদের হয়ে দুরন্ত কামব্যাক করেছিলেন বোলাররা, আর তাতেই ম্যাচ কার্যত ভারতের হাত থেকে দূরে চলে যাচ্ছিল, এই সময়ই ভারতের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফিনিশার মাহি শেষ পর্যন্ত টিকে গেলে হয়ত সেই ম্যাচ ভারত জিতেও যেত, কিন্তু ধোনির রানআউটই ভারতের স্বপ্ন শেষ করে দিয়েছিল।
সেদিন মাহিকে আউট করা মার্টিন গাপ্তিল এখনও ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের অপছন্দের পাত্র, সেটা নিজেও জানেন কিউয়ি ব্যাটার। ৯ই জুলাই ছিল বিশ্বকাপ সেমিফাইনালের সেই দিন। ৫ বছর পরেও ভারতে তাঁকে অপছন্দ করা মানুষের সংখ্যা এখনও কমেনি দেখে নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে একটি স্ট্যাটাস দিলেন মার্টিন গাপ্তিল, সেখান তিনি উপলব্ধি করতে পেরেছেন ঠিক কি কারণে তাঁকে ভারতে এত মানুষ অপছন্দ করেন। একঝলকে গাপ্তিলের সেই পোস্ট।
২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে দুরান নিতে চেষ্টা করেন ধোনি, তখনই মার্টিন গাপ্তিলের থ্রো সরাসরি উইকেটে লেগে যায়, রান আউট হয়ে সাজঘরে ফেরেন সেট হওয়া ব্যাটার ধোনি, তিনি করেছিলেন ৫০ রান। শেষ পর্যন্ত ১৮ রানে ম্যাচ হারে ভারত। সেদিনের স্মৃতি মনে করেই মহেন্দ্র সিং ধোনির রান আউটের ছবি পোস্ট করে গাপ্তিল লিখেছেন, ‘এখন আমি বুঝতে পারছি, আজকে আমায় সবাই কেন এত ঘৃণা করছে (অর্থাৎ ৯ জুলাই তারিখে সোশাল নেটওয়ার্কে হওয়া কটুক্তির কথাই বলতে চেয়েছেন গাপ্তিল)’।
অবশ্য ২০১৯ থেকে ২০২৪, এই পাঁচ বছরে অনেক জল গড়িয়ে গেছে। ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই বিশ্বকাপ ফাইনালে উঠে হারের মুখ দেখেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে নিউজিল্যান্ড, অন্যদিকে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জিতে ভারতের আইসিসি ট্রফির খরা কেটেছে। কিন্তু ভারতবাসির মনের মধ্যে এখনও ইংল্যান্ডের মাটিতে ধোনির শেষ বিশ্বকাপের ম্যাচে হওয়া রান আউটের জন্য গাপ্তিলের ওপর রয়েই গেছে। এবারের টি২০ বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপসরা গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়েছিল।