নিউজিল্যান্ডের প্রাক্তন ওপেনার মার্টিন গাপ্তিল লেজেন্ড ৯০ লিগে মারকাটারি ইনিংস খেলে শিরোনামে উঠে এসেছেন। এরপরেই এই কিউয়ি ব্যাটার স্মরণ করেন রোহিতের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার দিনের কথা। একই সঙ্গে তিনি ফের একবার রোহিতের সঙ্গে ওপেন করতে চান বলেও জানান। সোমবার রায়পুরে লেজেন্ড ৯০ লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ছত্তিশগড় ওয়ারিয়র্স ও বিগ বয়েজ ইউনিকারি। ম্যাচে ছত্তিশগড়ের হয়ে মাঠে নামেন মার্টিন গাপ্তিল। ৪৯ বলে ১৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। এদিন গাপ্তিল মোট ১২টি চার ও ১৬টি ছক্কা মারেন।
রোহিতের সঙ্গে ওপেন করতে চান মার্টিন:
খেলা শেষে যখন প্রাক্তন কিউয়ি ক্রিকেটারকে জিজ্ঞেস করা হয় আপনি কার সঙ্গে ওপেন করতে পছন্দ করবেন, তখন তিনি বলেন, ‘আমি রোহিতের সঙ্গে ব্যাটিং করতে পছন্দ করব। আমরা আগে ওপেন করেছি, আমি ওর সঙ্গে খেলাটা উপভোগ করি।’ ২০১৬ সালের আইপিএলে মার্টিন গাপ্তিল এবং রোহিত শর্মা একই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। তাঁরা দু’জনই বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। গাপ্তিলের সেঞ্চুরি হাঁকানোর আগের দিন, রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা। ৯০ বলে ১১৯ রান করেন তিনি। মারেন ৭টি লম্বা ছক্কা এবং ১২টি চার।
হার্দিকের বল খেলতে চান:
অন্যদিকে হার্দিক পান্ডিয়ার বিপক্ষে ব্যাটিং করতে চান বলে জানান মার্টিন গাপ্তিল। তিনি বলেন, ‘আমি হার্দিকের বিপক্ষে খেলতে চাই। অতীতে আমাদের দু’জনের মধ্যে কিছু অসাধারণ লড়াই রয়েছে।’ হার্দিক বর্তমানে সাদা বলের ক্রিকেটের ক্ষেত্রে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর বিরুদ্ধে খেলতে চাওয়াটা গাপ্তিলের সম্মান প্রদর্শনের ধরণ। উল্লেখ্য, সোমবারের লেজেন্ডস ৯০ লিগের ম্যাচে গাপ্তিলের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ১৫ ওভারে বিনা উইকেট হারিয়ে ২৪০ রান তোলে ছত্তিশগড় ওয়ারিয়র্স। ৪২ বলে ৭৬ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন অপর ওপেনার ঋষি ধাওয়ানও। রান তাড়া করতে নেমে বিগ বয়েজ নির্ধারিত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে সক্ষম হয়। ৮৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ছত্তিশগড় ওয়ারিয়র্স।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন। ১০ জানুয়ারি ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল তাঁর। ১২ অক্টোবর ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলে বিদায় নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।