বাংলা নিউজ > ক্রিকেট > বাংলাদেশে হিংসার আগুন থেকে বাঁচল না প্রাক্তন অধিনায়কের বাড়ি, কোনও ক্রমে প্রাণরক্ষা বৃদ্ধা মা'র

বাংলাদেশে হিংসার আগুন থেকে বাঁচল না প্রাক্তন অধিনায়কের বাড়ি, কোনও ক্রমে প্রাণরক্ষা বৃদ্ধা মা'র

বাংলাদেশে হিংসার আগুন থেকে বাঁচল না প্রাক্তন অধিনায়কের বাড়ি (ছবি:এক্স @smitaprakash)

আওয়ামি লিগের টিকিটে নির্বাচন জয়ী মাশরাফি বিন মোর্তাজা তাঁর পরিবার বিশেষ করে তাঁর মায়ের জন্য নড়াইলে একটি বসতবাড়ি তৈরি করে দিয়েছিলেন। সেই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বাড়িতে তখন মাশরাফি না থাকলেও তাঁর বৃদ্ধা মা ছিলেন ভিতরে। কোনও রকমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন তিনি।

শুভব্রত মুখার্জি: বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা বহাল রয়েছে। প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁর বাসভবন গনভবন এই মুহূর্তে দেশের সাধারণ মানুষের দখলে চলে গিয়েছে। আর এই হিংসার আগুনের আঁচ এসে লেগেছে তার দল অর্থাৎ আওয়ামি লিগের আরেক সাংসদের উপরে। যিনি আবার ঘটনাচক্রে বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দলের অন্যতম সফল প্রাক্তন অধিনায়কও বটে। আওয়ামি লিগের টিকিটে নির্বাচন জয়ী মাশরাফি বিন মোর্তাজা তাঁর পরিবার বিশেষ করে তাঁর মায়ের জন্য নড়াইলে একটি বসতবাড়ি তৈরি করে দিয়েছিলেন। তাঁর সেই স্বপ্নের বাড়ির উপর গিয়ে রোষ পড়ে একদল আন্দোলনকারীর। সেই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বাড়িতে তখন মাশরাফি না থাকলেও তাঁর বৃদ্ধা মা ছিলেন ভিতরে। কোনও রকমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন তিনি।

আরও পড়ুন… আমি যদি পারি, তুমি কেন নয়! ডিসলেক্সিয়া, ADD-র মত একাধিক রোগে আক্রান্ত, বিশ্বে দ্রুততম মানব হয়ে জানালেন নোয়া

মাশরাফি বিন মোর্তাজা, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত। নড়াইলেই তিনি তাঁর মায়ের জন্য একটি বসত ভিটা তৈরি করেছিলেন। চারদিকে সবুজে ঘেরা সেই বসতভিটে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ছবি বাংলাদেশ থেকে এসে পৌঁছেছে তাতে দেখা গিয়েছে বাড়িটির সামনের ভাগে অগ্নিসংযোগ করা হয়েছে। দাউদাউ করে জ্বলছে দুধ সাদা রঙের সেই বাড়িটি। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে । যা রীতিমতো ভাইরাল। শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন সাংসদ হলেও মাশরাফি যথেষ্ট সহানুভূতিশীল মানুষ। কোনও দিন কারোর সঙ্গে জোর গলায় কথা বলেননি তিনি। তাহলে কী কারণে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হল?

আরও পড়ুন… ভিডিয়ো: বাইশ গজে ‘লেগ বিফোর ক্যাচ’! পাড়ার ক্রিকেটেও কি কখন এমন অসাধারণ ফিল্ডিং দেখেছেন

এই মতামতের অন্য একটা মতামতও উঠে আসছে। আর সেটা হল বাংলাদেশের আজকের আন্দোলনের সূত্রপাত হয়েছিল ছাত্রদের হাত ধরে। দেশে কোটা সংস্কারের পক্ষে আন্দোলন দিয়ে শুরু করেছিল তারা। সুপ্রিম কোর্ট তাতে মান্যতা দেয়। এরপরেই ঘুরে যায় এই আন্দোলনের অভিমুখ। এই ছাত্র আন্দোলনের সময়ে ছাত্রদের পক্ষে মাশরাফি একটিও বিবৃতি দেননি বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেননি। আর সেই কারণেই নাকি তাঁর বিরুদ্ধে পুঞ্জীভূত হয়েছিল রাগ। বাংলাদেশের অপর তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন কানাডার গ্লোবাল টি-২০ লিগে খেলতে। তাঁর বিরুদ্ধেও দেশে ক্রমেই পুঞ্জীভূত হয়েছে ক্ষোভ। এই ঘটনা চলাকালীন একটিও বিবৃতি পক্ষে বা বিপক্ষে দেননি শাকিব। ফলে তাঁর বিরুদ্ধে যে ক্ষোভ জমা হয়েছে তাতে এই পরিস্থিতিতে তিনি আদৌও দেশের উদ্ভূত পরিস্থিতিতে দেশে ফিরবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।

ক্রিকেট খবর

Latest News

'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.