পার্থ টেস্টে দুরন্ত কামব্যাক করেছে অস্ট্রেলিয়া দল। শুক্রবার শুরু হওয়া টেস্ট, রবিবার দুপুরের মধ্যেই গুটিয়ে গেছে। অর্থাৎ আড়াই দিনও ঠিকঠাকভাবে খেলা গড়ায়নি। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে নিজেদের অলউইন রেকর্ড ধরে রেখেছেন স্টার্ক, কামিনসরা। টিম ইন্ডিয়া সিরিজে এগিয়ে থেকে এই ম্যাচে নামলেও, এখন সিরিজ ১-১।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
ভারতীয় দলের অ্যাডিলেডে হার-
ম্যাচে ১৪০ রান করে ভারতীয় হাতের নাগাল থেকে খেলা বাইরে করে দেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেড। ১৪১ বলে করা তাঁর এই বড় ইনিংসটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। যেখানে দুই দলের ২০ জন ক্রিকেটার বড় রান খুঁজতে প্রায় ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করল, সেখানেই অফ ফর্মে থাকা ল্যাবুশানকে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন হোমটাউন বয় হেড। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি প্রত্যাশিতভাবে।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
পিঙ্ক বল টেস্টে হেডের রেকর্ড-
ভারতীয় দলের বিরুদ্ধে তিনি অ্যাডিলেডে শতরানের পর বিরল রেকর্ড গড়েছেন। পিঙ্ক বল টেস্টের ইতিহাসে দ্রুততম তিনটি শতরানেরই মালিক হেড। অথচ এহেন হেডকেই যখন ক্লিন বোল্ড করলেন সিরাজ, স্পোর্টসম্যানশিপের নিদর্শন রেখে তাঁকে সম্মান জানাননি। বরং নিজের বিরক্তি প্রকাশ করে অঙ্গভঙ্গি করেন। যাকে ক্রিকেটিয় ভাষায় সেন্ড অফ বলে আর কি, আর এই বিষয়টাতেই চটেছেন অজি তারকা ম্যাথিউ হেডেন।
হেড বা সিরাজ কেউই বিষয়টি উপভোগ করেননি-
স্বদেশি হেড অ্যাডিলেডে অনবদ্য ইনিংসের পরেও যেভাবে সিরাজ তাঁকে অবহেলা করে অঙ্গভঙ্গি করেছেন তা নাপসন্দ হেডেনের, একই সঙ্গে তিনি বিরক্ত ভারতীয় দলও হেডকে শুভেচ্ছা না জানানোয় এমন ইনিংসের পর। অজিদের প্রাক্তন ওপেনার বলছেন, ‘আমার মনে হয় সিরাজের সঙ্গে হেডের ঘটনাটা নিয়ে বেশি কথা না বলাই ভালো, কারণ দুই জনের কেউই বিষয়টা উপভোগ করেনি। ক্রিকেটের সমর্থকরাও বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি। সিরাজ বলটা দারুণ করেছিল, সেটা ভুল গেলে চলবে না। হেডের ইনিংসটাও দুরন্ত ছিল, আর সেই মূহূর্তে অনুযায়ী হেডের আউট হওয়াটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল ’।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
সিরাজের দোষ দেখছেন না হেডেন-
হেডেনের কথায়, ‘হেড কিন্তু বলেছিল ওয়েল বোল্ড, (অর্থাৎ ভালো বল করেছ)। এটা ওর ঠোঁট দেখএ আমি পড়তে পেড়েছি। এরকম লড়াইয়ে কিছু ভুল বোঝাবুঝি থাকবেই সব সময়। কিন্তু আমার মতে, ভালোবাসা আর যুদ্ধে তো সব কিছু সঠিক, তেমন ব্যাটারের আউটের ক্ষেত্রেও যা হয়েছে হয়েছে। তবে এমন একটা অসাধারণ ইনিংস হেডের খেলার পর, প্রতিপক্ষ দলের তরফ থেকেও একটা ছোট্ট শুভেচ্ছা বা সম্মান জানানো উচিত ছিল, ওকে সেন্ড অফ না দিয়ে। আমি সেটা কোনও ফাস্ট বোলারের থেকে আশা করি না, কারণ সে পুরোদমে খেলায় ঢুকে রয়েছে, রাগ ফোকাস সব মিলে মিশে। কিন্তু মাঠের বাকিদের থেকে আশা করেছিলাম, একটা হাততালি বা হেডকে একটা ওয়েল প্লেড বলা হবে ’। যদিও পরে অবশ্য হেড এবং সিরাজ ম্যাচের তৃতীয় দিনে বিষয়টি মিটমাট করে নেন নিজেদের মধ্যে।