পার্থে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট শুরুর আগেই ভারতের বোলিং বিকল্প কি কি রয়েছে সেই নিয়েই এবার আলোচনা করলেন, প্রাক্তন অজি তারকা ম্যাথিউ হেডেন। আসলে মহম্মদ শামি না থাকায় ভারতীয় দলের বিদেশের মাটিতে তেমন অভিজ্ঞ পেসারের সংখ্যা কমে গেছে। বুমরাহ থাকলেও সিরাজ একদমই টেস্টে ছন্দে নেই।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
হেডেনের নজর কাড়েন প্রসিধ কৃষ্ণা
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্ট ম্যাচ খেলে ভারতীয় এ দল। সেই ম্যাচগুলোয় প্রসিধ কৃষ্ণার বোলিং বেশ মনে ধরেছে অজিদের বিশ্বকাপজয়ী তারকা ম্যাথিউ হেডেনের। তবে তাই বলে, তাকে পার্থ টেস্টে খেলানোর কথা বলছেন না তিনি। তবে এই পাঁচ ম্যাচে সিরিজে শামি জায়গা কে পূরণ করতে পারবে, সেটাই জানালেন হেডেন।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ভারতীয় দলের কামব্যাক সিরিজ-
ভারতীয় দল ঘুরে দাঁড়াতে চাইবে বিরল সিরিজ হারের ধাক্কা থেকে। অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের হ্যাটট্রিক এড়াতে। ভারতীয় দলের তুলনায় এবারে অস্ট্রেলিয়া দল কিছুটা হলেও শক্তিশালী। কারণ ব্যাটার, বোলাররা সাম্প্রতিক সময় ছন্দের মধ্যে রয়েছে। ফলে ভারতকে ভালো কিছু করতে গেলে ওপেনার এবং মিডল অর্ডারকে রান পেতেই হবে।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
শামির সাবস্টিটিইট আকাশদীপ-
মহম্মদ শামির অনুপস্থিতিতে ভারতীয় দলের বোলিং লাইন আপ নিয়ে ম্যাথিউ হেডেন বলছেন, ‘প্রসিধ কৃষ্ণা সম্প্রতি বেসরকারি টেস্ট ম্যাচে ভালো বোলিং করেছে, তবে আমার মনে হয় আকাশদীপই মহম্মদ শামির সঠিক সাবস্টিটিউট। যেহেতু পার্থ আর অ্যাডিলেডে পেসাররা বাড়তি সুবিধা পায়, তাই আকাশদীপ প্রথম দুই টেস্টে ভালো করবে ’।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
সিরাজ-আকাশদীপ ও জাদেজার ওপর নির্ভর করবে -
অস্ট্রেলিয়ার পিচে স্পিনাররা তেমন সুবিধা সচরাচর পাননা। যদিও রবিচন্দ্রন অশ্বিন ব্যতিক্রম, তিনি সেখানেও অনেক উইকেট পেয়েছেন। তবে ভারতীয় দলের বোলিং নির্ভর করবে দুজনের ওপর। মহম্মদ সিরাজ বা আকাশদীপ খেললে তাঁরা কেমন বোলিং করছেন তার ওপর। এবং রবীন্দ্র জাদেজা লেফট আর্ম স্পিন বোলিংয়ের ওফর।