বাংলা নিউজ > ক্রিকেট > ICC ODI WC 2023: 'ফ্লপ' সঞ্জু ও SKY-কে রাখলেন বিশ্বকাপের দলে! হেডেনের নির্বাচনে হাঁ ভারতীয়রা

ICC ODI WC 2023: 'ফ্লপ' সঞ্জু ও SKY-কে রাখলেন বিশ্বকাপের দলে! হেডেনের নির্বাচনে হাঁ ভারতীয়রা

উচ্ছ্বসিত ভারতীয় দল। ছবি- পিটিআই।

আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল বেছে নিলেন হেডেন। অজি কিংবদন্তির দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব।

আর মাত্র এক মাস। তারপরেই দামামা বেজে যাবে একদিনের ক্রিকেট বিশ্বকাপের। বিশ্ব ক্রিকেটের মেগা টুর্নামেন্টের প্রস্তুতি চলছে জোর কদমে। ভারতীয় ক্রিকেট বোর্ড যেমন টুর্নামেন্ট করার দিক থেকে কোনও ভাবে খামতি রাখতে চাইছে না, ঠিক তেমনভাবেই প্রতিটি দল বিশ্ব সেরা হওয়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের মতো করে। এশিয়ার ক্রিকেট দলগুলি এশিয়া কাপের মাধ্যমে প্রস্তুতি সেরে রাখবে। তেমনই অন্য দলগুলি নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে হাত পাকিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপের ১৭ জনের দল ঘোষণা করেছে। মনে করা হচ্ছে সম্ভবত এই দলকেই বিশ্বকাপে দেখা যেতে পারে। খুব একটা পরিবর্তনের দিকে হাঁটবে না বোর্ড। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাথিউ হেডেন বিশ্বকাপের জন্য নিজের পছন্দমত ভারতীয় দল বেছে নিয়েছেন।

এবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ এই কথা সকলের জানা। ২০১১ সালের পর ভারতের নামে কোনও বিশ্বকাপ না থাকায় তারা যে মরিয়া হয়ে ঝাপাবে তা বলাই বাহুল্য। এমন আভাস অধিনায়ক রোহিত শর্মার মুখেও শোনা গিয়েছে। কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার চোট সারিয়ে ফিরে আসায় মিডল অর্ডারের সমস্যা অনেকটা মিটেছে বলে মনে করছেন সকলে। কিন্তু শেষের দিকে কাকে ডাকা হবে তা নিয়ে চলছে দোলাচল।

ঋষভ পন্তের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা হেডেন। অজি কিংবদন্তির দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার ছাড়াও উইকেট কিপার ব্যাটার হিসাবে দলে রেখেছেন রেখেছেন সঞ্জু স্যামসন ও ইশান কিষানকে। তাঁর দলে স্বাভাবিকভাবেই থাকছেন সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়ারা। শেষের দিকে দায়িত্ব সামলানোর জন্য তিনি রাখছেন শার্দুল ঠাকুরকে। বোলিং বিভাগের দায়িত্ব তিনি দিচ্ছেন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেলকে। উল্লেখযোগ্য হবে তাঁর প্রথম ১৫ জনের মধ্যে থেকে বাদ দিয়েছেন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল। উল্লেখ্য, এশিয়া কাপের দলে কুলদীপ জায়গা পেলেও বাদ গিয়েছেন চাহাল। এখন দেখার বিষয় এইটাই ভারতীয় নির্বাচক কমিটি এশিয়া কাপের পর কোন ১৫ জনকে বিশ্বকাপের দলে রাখেন।

হেডেনের দলে জায়গা পাননি তিলক বর্মা। বর্তমানে যাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন তিলক। তরুণ এই ক্রিকেটারের দলে নেওয়া মেনে নিতে পারেননি অনেক প্রাক্তন ক্রিকেটাররা। এমনকী সৌরভ গঙ্গোপাধ্যায় যে ১৫ সদস্যের দল বেছে নিয়েছেন সেখানেও জায়গা হয়নি তিলকের।

ক্রিকেট খবর

Latest News

অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির CGO পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে রাজপথে নাগরিক সমাজ হিট ম্যানের ‘হিটে’ কুপোকাত শুভমন গিল, হাসছেন বিরাট-গম্ভীর! ‘গর্জন শুনছেন?’ বলছেন কিঞ্জল! জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ সুদীপ্তা-উষসীর কলকাতা লিগে আটকে গেল ইস্টবেঙ্গল, মহামেডানের বিরুদ্ধে ম্যাচ ড্র লাল-হলুদের মাঝরাস্তায় মহিলা আইনজীবীকে অশ্লীল ইঙ্গিত নরেন্দ্রপুরে, ফিরছিলেন স্বামীর সঙ্গে Hrithik Roshan: কে বলবে বয়স ৫০! ইতালি-র রাস্তায় গোপনে লেন্সবন্দি হৃতিক, সঙ্গী কে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.