একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেই বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিৎজকে। তিনি এমন এক কৃতিত্ব অর্জন করেন, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই। উল্লেখযোগ্য বিষয় হল, ব্রিৎজকে এক্ষেত্রে ডেসমন্ড হেইনসের ৪৭ বছর আগের রেকর্ড ভেঙে খানখান করেন।
দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার, যিনি উইকেটকিপিংয়েও দক্ষ, ১টি টেস্ট ও ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেও এতদিন দেশের হয়ে ওয়ান ডে খেলার অভিজ্ঞতা হয়নি তাঁর। অবশেষে সোমবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ান ডে অভিষেক হয় ব্রিৎজকের।
অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন ম্য়াথিউ। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ব্রিৎজকে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান ১২৮ বলে। সাহায্য নেন ৬টি চার ও ২টি ছক্কার। শেষমেশ ১৪৮ বলে ১৫০ রান করে মাঠ ছাড়েন ম্যাথিউ। তিনি সাকুল্যে ১১টি চার ও ৫টি ছক্কা মারেন।
ওয়ান ডে অভিষেকেই বিশ্বরেকর্ড ব্রিৎজকের
উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাথিউ ব্রিৎজকেই বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার, যিনি ওয়ান ডে অভিষেকে ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। আর আগে বিশ্বের আর কোনও ক্রিকেটার ওয়ান ডে অভিষেকে ১৫০ রানে পৌঁছতে পারেননি। সুতরাং, ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়েন ম্যাথিউ।
হেইনসের রেকর্ড ভাঙলেন ম্যাথিউ
এতদিন ওয়ান ডে অভিষেকে সব থেকে বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনসের নামে। তিনি ১৯৭৮ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩৬ বলে ১৪৮ রান করে আউট হন। সোমবার লাহোরে হেইনসের ৪৭ বছর আগের সেই বিশ্বরেকর্ড ছিনিয়ে নেন ব্রিৎজকে।
৩০০ টপকে বড় ইনিংস দক্ষিণ আফ্রিকার
অভিষেককারী ব্রিৎজকের শতরানের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বড়সড় ইনিংস গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। লাহোরে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৪ রান সংগ্রহ করে। ৬০ বলে ৬৪ রান করেন উইয়ান মাল্ডার। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৪১ রান করেন জেসন স্মিথ। ক্যাপ্টেন তেম্বা বাভুমা করেন ২৩ বলে ২০ রান। তিনি ৩টি চার মারেন।