আইপিএল ২০২৪ শুরুর আগেই পেশাদার কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ম্য়াথিউ ওয়েড। গুজরাট টাইটানসের তারকা উইকেটকিপার-ব্যাটার লাল বলের কেরিয়ারে দাঁড়ি টানার কথা ঘোষণা করেন। শেফিল্ড শিল্ডের ফাইনালই হবে ম্য়াথিউ ওয়েডের কেরিয়ারের শেষ ফার্স্ট ক্লাস ম্যাচ।
যদিও সীমিত ওভারের ক্রিকেট খেলা চালিয়ে যাবেন ওয়েড। সুতরাং, আসন্ন টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামার সম্ভাবনা খোলা রাখলেন ওয়েড। অজি তারকার অবসরের সিদ্ধান্তে গুজরাট টাইটানস শিবিরে বিশেষ প্রভাব পড়ার কথা নয়। কেননা তিনি ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ চালিয়ে যাবেন যথারীতি। তবে গুজরাট টাইটানস আইপিএল ২০২৪-এর একেবারে শুরু থেকে দলে পাবে না ওয়েডকে। তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের ফাইনালে মাঠে নামবেন বলে তিনি আইপিএল খেলতে ভারতে আসবেন দেরিতে।
উল্লেখ্য, আগামী ২১ মার্চ থেকে পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের ফাইনাল খেলতে নামবে তাসমানিয়া। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নতুন মরশুম শুরু হবে ২২ মার্চ থেকে। গুজরাট টাইটানস ২৪ মার্চ তাদের আইপিএল অভিযান শুরু করবে। ঘরের মাঠ আমদাবাদের সেই ম্যাচে গুজরাট টাইটানসের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
গুজরাট তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৬ মার্চ। চেন্নাইয়ের সেই ম্যাচে টাইটানসের প্রতিপক্ষ সিএসকে। সুতরাং, অন্তত এই ২টি ম্যাচে ওয়েডকে স্কোয়াডে পাবে না গুজরাট। ৩১ মার্চের তৃতীয় ম্যাচের আগে ওয়েডের টাইটানস শিবিরে যোগ দিতে অসুবিধা হওয়ার কথা নয়। সেদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
আরও পড়ুন:- PSL 2024: পিএসএলে ইতিহাস বাবর আজমের, ৫০০ টপকে ভাগ বসালেন রিজওয়ানের রেকর্ডে
ম্যাথিউ ওয়েডের টেস্ট কেরিয়ার:-
ওয়েড অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন। ৬৩টি ইনিংসে ব্যাট করে ২৯.৮৭ গড়ে সংগ্রহ করেছেন ১৬১৩ রান। টেস্টে ৪টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে ৭৪টি ক্যাচ ধরেছেন ওয়েড। স্টাম্প-আউট করেছেন ১১টি।
ম্যাথিউ ওয়েডের ফার্স্ট ক্লাস কেরিয়ার:-
এখনও পর্যন্ত ১৬৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমেছেন ওয়েড। আর একটি মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেই দীর্ঘতম ফর্ম্যাটের কেরিয়ার শেষ করবেন তিনি। আপাতত ২৬৭টি ইনিংসে ব্যাট করে ৪০.৮১ গড়ে ৯১৮৩ রান সংগ্রহ করেছেন ওয়েড। তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৯টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। ক্যাচ ধরেছেন ৪৪২টি এবং স্টাম্প আউট করেছেন ২১টি।
ম্যাথিউ ওয়েডের আইপিএল কেরিয়ার:-
ম্যাথিউ ওয়েড এখনও পর্যন্ত আইপিএলের ১৩টি ম্যাচে মাঠে নেমেছেন। ১৩.৭৭ গড়ে সংগ্রহ করেছেন সাকুল্যে ১৭৯ রান। স্ট্রাইক-রেট ১০৪.৬৮। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩৫ রানের।