মহারাজা টি-২০ ট্রফির শুরুতেই ব্যাট হাতে ঝড় তুললেন মায়াঙ্ক আগরওয়াল। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দেবদূত পাডিক্কালের গুলবার্গা মিষ্টিকসকে দুরমুশ করে মায়াঙ্কের নেতৃত্বাধীন বেঙ্গালুরু ব্লাস্টার্স। বেঙ্গালুরুর হয়ে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন এলআর চেতন।
চিন্নাস্বামীতে মহারাজা টি-২০ ট্রফির নতুন মরশুমের প্রথম ম্যাচে সম্মুখসমরে নামে গুলবার্গা ও বেঙ্গালুরু। টস জেতেন মায়াঙ্ক আগরওয়াল। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পাডিক্কালের গুলবার্গাকে।
প্রথমে ব্যাট করতে নেমে গুলবার্গা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা ১৬.৪ ওভারে ১১৬ রানে অল-আউট হয়ে যায়। ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ২০ রান করেন ক্যাপ্টেন পাডিক্কাল। ৯ বলের সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ২৩ বলে ১৯ রান করেন প্রবীণ দুবে। তিনি ২টি চার মারেন। লুবনিত সিসোদিয়া ৭ বলে ১৪ রান করেন। মারেন ৩টি চার। বিআর শরৎ ১৩, যশবর্ধন ১১ ও মণীশ রেড্ডি ১০ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি বিজয়কুমার বৈশাক।
বেঙ্গালুরুর হয়ে আদিত্য গোয়েল ৪৩ রানে ৩টি উইকেট দখল করেন। ৮ রানে ২টি উইকেট নেন মহসিন খান। লাভিস কৌশল ও জ্ঞানেশ্বর নবীন ২টি করে উইকেট পকেটে পোরেন। ১টি উইকেট নেন শুভাঙ্গ হেজ।
পালটা ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ব্লাস্টার্স ১১.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫২ বল বাকি থাকতে ৯ উইকেটের বড় জয় দিয়ে মহারাজা ট্রফির নতুন মরশুম শুরু করে বেঙ্গালুরু ব্লাস্টার্স।
ওপেন করতে নেমে এলআর চেতন ৫৩ রান করে আউট হন। ৩৪ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৯ বলে ৪৭ রানের মারকাটারি ইনিংস খেলে নট-আউট থাকেন ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। দল জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ায় নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। মায়াঙ্ক ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া তিন নম্বরে ব্যাট করতে নেমে ভূবন রাজু ৫ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি ছক্কা মারেন। গুলবার্গার হয়ে ৪৪ রান খরচ করে একমাত্র উইকেটটি নেন বিজয়কুমার বৈশাক। দেবদূত পাডিক্কাল ২ ওভার বল করে ২০ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জ্ঞানেশ্বর নবীন।