বৃহস্পতিবার IPL-এর ফ্যাঞ্চাইজিগুলো নিজেদের রিটেন করা ক্রিকেটারদের নাম প্রকাশ্যে এনেছে। চমক রয়েছে সেই তালিকায়। অনেক ক্রিকেটারকে যেমন অপ্রত্যাশিত ভাবে ধরে রেখেছে দলগুলো, তেমনই অনেক রথী-মহারথীদের ছেড়েও দেওয়া হয়েছে। IPL-এর রিটেনশনে সবাইকে অবাক করেছে পঞ্জাব কিংস (PBKS)। তারা একমাত্র প্রভসিমরন সিং এবং শশাঙ্ক সিং-কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে কাগিসো রাবাদা, আর্শদীপ সিং-দের মতো তারকাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে বেশি টাকা হাতে নিয়ে আসন্ন IPL ২০২৫-এর মেগা অকশনে অংশ নেবে পঞ্জাব কিংস। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষে মেগা অকশন অনুষ্ঠিত হতে পারে।
এবছর পঞ্জাব কিংস কিংবদন্তি অজি ক্রিকেটার রিকি পন্টিং-কে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে। নিজের নতুন চাকরি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার নিজের নতুন কাজ নিয়ে খুবই উত্তেজিত। এটা একটা নতুন সূচনা। আমরা মাত্র ২ জন আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। অকশনে আমরা সবচেয়ে বেশি টাকা হাতে নিয়ে ক্রিকেটার কিনতে নামব। ফলে আমরা ভালোভাবে একটা পুরো নতুন স্কোয়াড গড়ে তোলার সুযোগ পাব।’ পন্টিং জানান, এবছর তিনি পঞ্জাবকে সম্পূর্ণ নতুন রুপে গড়ে তুলবেন।
ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ারদের মতো ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিগুলোর তরফে ছেড়ে দেওয়ার বিষয়ে অবাক হয়েছেন পন্টিং। তিনি বলেন, ‘এবার অকশনে অনেক ভালো ভালো ক্রিকেটারদের দেখা যাবে। আমি খুব অবাক হয়েছি ঋষভ-শ্রেয়সদের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়া দেখে। এমনকী কেএল রাহুলের বিষয়টাও। কিছু ফ্র্যাঞ্চাইজি এবং ব্যক্তি মনে হচ্ছে তাদের প্লেয়ার রিটেনশনের বিষয়টা অন্যদিকে নিয়ে গেছে।’
IPL রিটেনশনে মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এবিষয়ে পন্টিং বলেন, ‘দু’বছর আগে তার সবচেয়ে খারাপ IPL মরশুম ছিল। এরপর গত মরশুমে সে বাউন্স ব্যাক করে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধোনি নিজেকে বিকশিত করে তুলেছে। আমার মনে হয় না চেন্নাই ধোনিকে সারা মরশুমের জন্য খেলাবে। হয়তো তাকে মাঝে দু-একটা ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সে গত কয়েক মরশুমে ইনজুরির সম্মুখীন হয়েছিল। সে খেলুক বা মাঠের বাইরে বসে থাকুক, তবে ও যে দলে থাকবে সেই দলের একজন মেন্টর এবং নেতা হবে। তার নেতৃত্বদানের ক্ষমতার কারণেই সে চেন্নাইয়ের কাছে এত গুরুত্বপূর্ণ।’