অ্যাডিলেড টেস্টের সবচেয়ে চর্চিত দু’টি নাম ট্র্যাভিস হেড এবং মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ১৪০ বলে ১৪১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন হেড। যতক্ষণ ক্রিজে ছিলেন চিন্তা বাড়াচ্ছিলেন ভারতীয় শিবিরের। অবশেষে তাঁকে আউট করেন মহম্মদ সিরাজ। উইকেট নিয়ে আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ক্রিজ ছাড়ার সময় দুই ক্রিকেটারকে একে অপরকে উদ্দেশ্য করে কিছু বলতেও দেখা যায়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। সিরাজের আচরণে মোটেও খুশি ছিলেন না হেড। দু’জনেরই একে অপরের বিরুদ্ধে অভিযোগ ছিল। যদিও রবিবার টেস্টে জিতে বিষয়টি সিরাজের তরফে ‘ভুল বোঝাবুঝি’ ছিল বলে উল্লেখ করেন হেড। তিনি এও জানান, বিষয়টি স্বীকার করে নিয়েছেন ভারতীয় পেসার।
এদিনও ক্রিজে মহম্মদ সিরাজ এবং ট্র্যাভিস হেডকে কথা বলতে দেখা যায়। অজি ব্যাটার ম্যাচের শেষে দাবি করেন, ‘সিরাজ আমার কাছে এসেছিল এবং বলেছিল যে এটা একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা বিষয়টি থেকে সরে এসেছি। এরকম ভালো একটা সপ্তাহকে নষ্ট করতে চাইব না। আমি এবং সিরাজ দু’জনেই এখন ঠিক আছি , আমরা দু’জনেই বিতর্ক থেকে সরে এসেছি।’
শনিবার কী বলেছিলেন ট্র্যাভিস হেড:
প্রথমে বিষয়টি নিয়ে বেশ অখুশি ছিলেন ট্র্যাভিস হেড। তিনি বলেছিলেন, ‘আমি সিরাজকে শুধু বলেছিলাম যে সে ভালো বল করছে। কিন্তু ও যখন শেডের দিকে তাকিয়ে আমায় অঙ্গভঙ্গি করে, তখন আমিও কিছুটা ফিরিয়ে দিই। অতীতের কয়েকটি ইনিংস নিয়ে যা ঘটল, তাতে কিছুটা হতাশ। তবে হ্যাঁ, এটাই ব্যাপার। ওরা যদি ওরকম আচরণ করতে চায় এবং নিজেদের ওরকমভাবে তুলে ধরতে চায়, তাহলে তাই করুক।’
পাল্টা যা বলেছিলেন মহম্মদ সিরাজ:
সরাসরি ট্র্যাভিস হেড মিথ্যা বলছেন বলে অভিযোগ করেন সিরাজ। স্টার স্পোর্টসে তিনি বলেন, ‘তাকে বোল্ড করার পরে আমি সেলিব্রেশন করছিলাম। ও আমায় প্রথমে কটূক্তি করে। আপনি টিভিতেও সেটা দেখতে পাবেন যে ও কী বলছে। প্রথমে আমি সেলিব্রেশনই করছিলাম। আমি ওকে কিছুই বলিনি। ও সাংবাদিক বৈঠকে যা বলেছে তা ঠিক নয়। মিথ্যে বলেছে যে আমায় ভালো বোলিং করেছো বলেছিল। ও এই ধরণের কথা মোটেও বলেনি।’
যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমি শুনিনি ওদের মধ্যে কী কথা হয়েছে। অধিনায়ক হিসেবে আমায় খেলার সব দিকে নজর রাখতে হয়।এই ভাবে কোনও একটা ঘটনার উপর ফোকাস থাকে না।’ উল্লেখ্য, ভারত দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে পরাজিত হয়। ট্র্যাভিস হেডের ইনিংসই কার্যত পার্থক্য গড়ে দেয় অ্যাডিলেডে।