উত্তরপ্রদেশে শেষ হল ২১ দিনের ক্রিকেট যুদ্ধ। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল মীরাট মাভেরিকস এবং কানপুর সুপারস্টার্স। গতবছর চ্যাম্পিয়ন হয়েছিল মীরাট এবং প্রথমবার ফাইনাল খেলছিল কানপুর। শনিবার একানা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দু’দল। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা বজায় ছিল এদিনের ম্যাচে। শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় পায় মীরাট।
উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুরেন রায়না বলেন,‘ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ একানা স্টেডিয়ামে দেখতে পারাটা আমাকে অনেক আনন্দ দেয়। এটি একটি অত্যন্ত সফল লিগ। আমি বিশ্বাস করি এটি তরুণ প্রতিভাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আমাদের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য একটি মঞ্চ তৈরী করে দেবে। আমরা সৌভাগ্যবান যে আমাদের কাছে অনেক প্রতিভা রয়েছে এবং তাঁদের ভবিষ্যতের জন্য তৈরী করা যাবে। এতো দর্শকের উপস্থিতি সত্যিই আমাকে মুগ্ধ করেছে। কানপুর এবং মীরাট দলকে তাঁরা যেই সমর্থন দিয়েছেন তা দেখে আমি অবাক’।
ফাইনালে শেষ ওভারে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয় মীরাট। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় তারা। মীরাটের সামনে জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যমাত্রা রাখে কানপুর সুপারস্টার্স। মীরাট মাভেরিকস দলের হয়ে বল হাতে ৩ উইকেট নেন যশ গর্গ। সমীর রিজভি এবং শৌর্য সিং-এর অর্ধশতরানের সুবাধে ১৯০ রান করতে সক্ষম হয় কানপুর। জবাবে মীরাটের হয়ে মাধব কৌশিক ৬৯ রান এবং স্বস্তিক চিকারা ৬২ রান করে দলকে চ্যাম্পিয়ন করেন।
পুনে ওয়ারিয়র্স আইপিএল টিমের সিইও তথা ইউপি হকি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অভিজিৎ সরকার বলেন, ‘ইউপি টি-টোয়েন্টি লিগ সঠিক পথে এগোচ্ছে। এই লিগের ফলে লাভবান হবে ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন, তুলে আনা সম্ভব হবে প্রতিভাবান ক্রিকেটারদের। সমীর রিজভি, স্বস্তিক চিকারা, মাধব কৌশিকের মতো খেলোয়াড়রা এই লিগে অসাধারণ পারফরম্যান্স করেছেন। প্রাক্তন ভারতীয় পেসার মুনাফ প্যাটেল এর আগে বলেছিলেন, ইউপিতে যেই পরিমান প্রতিভা আছে তা দিয়ে আরেকটা ভারতীয় দল তৈরী করা যাবে। রায়না বলেছিলেন সাদা বলের ক্রিকেটের পাশাপাশি লাল বলের ক্রিকেটের জন্যও খেলোয়াড়দের তৈরী করা প্রয়োজন। আমি আশা করি এই তরুণ ক্রিকেটারদের মধ্যে অনেক কে লখনউ সুপার জায়ান্ট তাদের দলে সুযোগ দেবেন’।