এক দিন পরই শুরু ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। সেই সিরিজে বাংলাদেশ দলের প্রধান অস্ত্রের নাম অলরাউন্ডার মিরাজ। এতদিন পর্যন্ত মোটের ওপর ভালো পারফরমেন্স করলেও শাকিব আল হাসানই সব লাইমলাইট কেড়ে নিতেন, সেই জন্য তিনি বরাবরই থাকতেন আড়ালে। কিন্তু নেপথ্যে কাজটা করে জেতেন। তবে পাকিস্তান সিরিজে শাকিব যখন একের পর এক ম্যাচে নিজের অলরাউন্ড পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন, তখন পাকিস্তানের বিরুদ্ধে জোড়া টেস্টেই দুরন্ত পারফরমেন্স ছিল মেহেদি হাসান মিরাজের। প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট দুই ম্যাচেই ছিল অর্ধশতরান, পাশাপাশি ৫টি করে উইকেট। এমন পারফরমেন্সের পর ভারতের মাটিতে খেলতে নামার আগে নিজের ব্যাটিং পজিশন নিয়েই এবার কথা বললেন মেহেদি।
আরও পড়ুন-বিরাট সিদ্ধান্ত ICC-র! রইল না পুরুষ মহিলা বিভেদ! জেনে নিন টি২০ বিশ্বকাপ জিতলে কত টাকা পাবেন স্মৃতি মন্ধনারা…
এক পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাঁকে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে পাঠান, তাতে তাঁর অসুবিধা হয় না? এরপরই মেহেদি জানান, তিনি দলের সুবিধা এবং দরকার অনুযায়ী সব পজিশনেই খেলতে রাজি, এক্ষেত্রে তিনি সবটাই মানিয়ে নেবেন।
আরও পড়ুন-আনোয়ার আলি মামলায় সব নির্দেশ প্রত্যাহার PSC-র! কোন ক্লাবে রইলেন তিনি! তৈরি হল ধোঁয়াশা…
পাকিস্তানের বিপক্ষে সিরিজের সেরা হওয়া মেহেদি বলছেন, ‘ আমার দ্বারা যদি দলের ভালো হয়, সেটা খুব ভালো সেই কারণেই আমি কখনও ব্যাটিং অর্ডার নিয়ে কোনও অভিযোগ করি না। আর দ্বিতীয়ত আমি যেটা মনে করি, সেটা হল ব্যাটিং অর্ডারে বিভিন্ন বিভিন্ন জায়গায় খেলতে নামাটাও একটা সুযোগ নিজেকে দেখে নেওয়ার। সেটা কাজে লাগাতে পারলে আমারই ভালো। ’
আরও পড়ুন-বাংলাদেশ আর আগের মতো নেই!সিরিজের আগে রোহিতদের সতর্কবাণী প্রাক্তন টেস্ট ওপেনারের…
মেহেদি আরও বলছেন, ‘ আমায় যেখানে নামানো হবে আমি খেলতে রাজি আছি। কারণ ওডিআই বা টি২০তে যদি দল ভালো খেলে তাহলে আমি যেহেতু সাত বা আট নম্বরে নামি তাই হয়ত চার পাঁচ ওভার ব্যাটিং করার সুযোগ পাব, আর দল খারাপ খেললে হয়ত ২০ ওভার খেলতে পারব। তাই সেখানে ব্যাটিং করে নিজেকে প্রমাণ করাটাও এক সুযোগের মধ্যেই পড়ে আমার কাছে। কিন্তু সেরকম পরিস্থিতি কম আসে, তবে এমন পরিস্থিতি আসলে আমি মনে করি যে নিজেকে প্রমাণ করতে হবে। এই যে আপনারা আমায় এই প্রশ্নটা করছেন, নিশ্চয় আমি সেটা প্রমাণ করেছি বলেই করছেন’।