টি-২০ বিশ্বকাপের পরে আমেরিকায় সমর্থকদের সঙ্গে হ্যারিস রউফের ঝামেলার খবর হঠাৎ করেই শিরোনামে চলে আসে। তবে সেই ভুল থেকে সম্ভবত শিক্ষা নিয়েছেন পাক তারকা। মেজর লিগ ক্রিকেটের আসরে অনুরাগীরা উত্যক্ত করার চেষ্টা করলেও মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিল করেন রউফ।
মেজর লিগ ক্রিকেটের সদ্য সমাপ্ত মরশুমে হ্যারিস রউফ মাঠে নামেন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে হ্যারিসকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে দেখা যায়। গ্যালারি থেকে এক দর্শক পাক তারকাকে উদ্দেশ্য করে বলেন যে, ‘হ্যারিস ভাই, মেলবোর্নের বিরাটের ২টি ছক্কার কথা এখনও মনে পড়ে?’ হ্যারিস ঘুরে তাকিয়ে মাথা নেড়ে স্পষ্ট জবাব দেন যে, ‘হ্যাঁ, মনে পড়ে।'
উল্লেখ্য, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২০২২ টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-পাকিস্তান। সেই ম্যাচে জয়ের জন্য শেষ ৮ বলে ২৮ রান দরকার ছিল ভারতের। ১৯তম ওভারে বল করছিলেন হ্যারিস রউফ। ১৮.৫ ওভারে হ্যারিসের একটি শর্ট বলকে অবিশ্বাস্য শটে বোলারের মাথার উপর গিয়ে গ্যালারিতে পাঠিয়ে দেন কোহলি। বিরাটের সেই শটটি দেখে স্তম্ভিত হয়ে যান বিশেষজ্ঞরাও।
ঠিক পরের বলে অর্থাৎ, ১৮.৬ ওভারে হ্যারিসের বলে আরও একটি ছক্কা মারেন কোহলি। ভারত ম্যাচে ফেরে সেই ২টি ছক্কায়। শেষমেশ কার্যত হাতের মুঠো থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ জিতে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই হ্যারিস রউফের পক্ষে কোহলির সেই দু'টি শটের স্মৃতি ভোলা মুশকিল। মেজর লিগের আসরে ফের একবার সেটা মেনে নিলেন পাক তারকা।
মেজর লিগের ফাইনালে হ্যারিস রউফের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নস হেরে যায় ওয়াশিংটন ফ্রিডমের কাছে। ফলে এবারের মতো রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। যদিও টুর্নামেন্টে হ্যারিসের ব্যক্তিগত পারফর্ম্যান্স মোটেও বলার মতো ছিল না। পাক তারকা ৯ ম্যাচের ৪টি ইনিংসে ব্যাট করে ২৩ রান সংগ্রহ করেন। তিনি ৯টি ইনিংসে বল করে মোটে ৪টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- Paris Olympics Archery: প্যারিসে তিরন্দাজি অভিযান শেষ, কেমন খেলল ভারত?
হ্যারিস এবারের মেজর লিগ ক্রিকেটে ওভার প্রতি ৯.০৯ রান খরচ করেন। অর্থাৎ, যথেচ্ছ মার খান তিনি। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৩৮ রানে ২ উইকেট। মেজর লিগ ক্রিকেটের পরে হ্যারিস রউফ ওয়েলস ফায়ারের হয়ে মাঠে নেমেছেন দ্য হান্ড্রেডে।