টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ দলের এক সমর্থককে প্রায় কোটিপতি বানিয়ে দেন ডেওয়াল্ড ব্রেভিস। এবার এসএ-২০'র প্রথম কোয়ালিফায়ারে ফের বেবি এবির ছক্কায় প্রায় কোটি টাকা পকেটে পোরেন এক দর্শক। এবার অবশ্য ব্রেভিসের দল এমআই-এর সমর্থকের পকেটে ঢোকে বিপুল পরিমাণ অর্থ।
মঙ্গলবার কেবেরহায় ব্রেভিসের মারা ছক্কায় একহাতে বল লুফে নেন এক দর্শক, যিনি এমআইয়ের জার্সি পরেছিলেন। টুর্নামেন্টের নিয়ম মতো এক হাতে ক্লিন ক্যাচ ধরার জন্য সেই দর্শক পুরস্কার পান ২ মিলিয়ন সাউথ আফ্রিকান ব়্যান্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৩ লক্ষ টাকা।
কেবেরহায় পার্ল রয়্যালসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামে এমআই কেপ টাউন। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই। প্রথম ইনিংসের ১৮.৬ ওভারে মিচেল ওয়েনের বলে লেগ সাইডে বিশাল ছক্কা হাঁকান ডেওয়াল্ড ব্রেভিস। বল উড়ে যায় গ্যালারিতে।
আরও পড়ুন:- MI Enter Final: দীনেশ কার্তিকদের রয়্যালসকে হারিয়ে SA20-র ফাইনালে দু'বারের লাস্টবয় এমআই
ব্রেভিসের মারা সেই ছক্কায় একহাতে দুর্দান্ত ক্যাচ ধরেন এক দর্শক। ব্যাটার ব্রেভিসের চোখ এড়ায়নি সেই ক্যাচ। তিনি মাঠ থেকেই থাম্বস-আপে অভিনন্দন জানান সংশ্লিষ্ট দর্শককে। কেননা ব্রেভিসও বুঝে যান যে, এই ক্যাচে বিরাট অঙ্কের পুরস্কার জিতে নিয়েছেন সেই সমর্থক।
কেন ক্যাচ ধরে পুরস্কার পেলেন দর্শক
দক্ষিণ আফ্রিকার এই টি-২০ লিগে নিয়ম রয়েছে যে, কোনও দর্শক যদি ব্যাটারের মারা ছক্কায় একহাতে ক্লিন ক্যাচ ধরতে পারেন, তবে তাঁকে দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ২ মিলিয়ন ব়্যান্ড পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে ক্লিন ক্যাচ ধরা জরুরি। বল কোথাও লেগে প্রতিহত হলে চলবে না। অন্য কারও হাতে বা নিজের শরীরের অন্য কোথাও লাগার পরে বল তালুবন্দি করলেও পুরস্কার মিলবে না। এমনকি একাধিকবারের চেষ্টায় ধরা অথাৎ জাগলিং ক্যাচও পুরস্কারের জন্য বিবেচিত হবে না। অবশ্য ক্যাচ ধরা দর্শকের বয়স হতে হবে ১৮ বছরের উপরে।
উল্লেখ্য, এসএ-২০ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামে অমআই কেপ টাউন ও সানরাইজার্স ইস্টার্ন কেপ। সেই ম্যাচে প্রথম ইনিংসের ৭.১ ওভারে সাইমন হারমারের বলে জোরালো পুলশট খেলেন ডেওয়াল্ড ব্রেভিস। বল উড়ে যায় গ্যালারিতে। সানরাইজার্স ইস্টার্ন কেপের জার্সি পরা এক দর্শক সেই বলটি বাঁ-হাতে লুফে নেন। ফলে টুর্নামেন্টের নিয়ম মতো তিনি জিতে যান ২ মিলিয়ন ব়্যান্ড। সুতরাং, ডেওয়াল্ড ব্রেভিস এক্ষেত্রে দর্শকদের কাছে লটারির টিকিট হয়ে দেখা দিচ্ছেন।