৬ ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার। ২০২৪ আইপিএল মরশুমে পঞ্চম পরাজয়ের কাছে আত্মসমর্পণ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি বৃহস্পতিবার স্বীকার করেছেন যে, তাঁর দলের বোলারদের দক্ষতা জয়ের জন্য যথেষ্ট নয়। পাশাপাশি ব্যাটারদের যে খামতিগুলি রয়েছে, টুর্নামেন্টের সঙ্গে সঙ্গে সেগুলি পূরণের জন্য জোর দিয়েছে ফ্যাফ।
‘বোলিং নিয়ে সমস্যা, ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে’
বৃহস্পতিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৭ উইকেটে হারতে হয় আরসিবি-কে। এই নিয়ে তারা টানা চতুর্থ ম্যাচ হেরে বসে থাকল। ম্যাচের পর ফ্যাফ বলেন, ‘ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, আমাদের দু'শোর উপর রান করার জন্য জোর দিতে হবে। আমাদের বোলিংয়ে এত অস্ত্র নেই। সেই খামতি ব্যাটিংয়েই পূরণ করতে হবে।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে, আমাদের আরও জোর দিতে হবে। পেনিট্রেশনের অভাব রয়েছে। পাওয়ারপ্লেতেই বিপক্ষের দুই বা তিনটি উইকেট ফেলতে হবে। সব সময়েই দেখা যাচ্ছে, প্রথম চার ওভারের পরে আমরাই ব্যাকফুটে আছি।’
আরও পড়ুন: ইগো রাখলে চলবে না, যেদিন খারাপ বল করি, পর দিন আত্মবিশ্লেষণ করি- অকপট ম্যাচের সেরা বুমরাহ
‘২১৫-২২০ রান করার প্রয়োজন ছিল’
ডু'প্লেসি মনে করেন, আরসিবি তুলনামূলক ভাবে কিছুটা কম রানের লক্ষ্যই রাখতে পেরেছে। কারণ দ্বিতীয় ইনিংসে শিশির একটি বড় ভূমিকা পালন করেছিল। তিনি বলেছেন, ‘আমরা জানতাম শিশির একটা বড় ফ্যাক্টর হবে। আমাদের তাই ২১৫-২২০ রান করার প্রয়োজন ছিল। ১৯০-এর ঘরে রান যথেষ্ট নয়। শিশির থাকলে ব্যাটিং করতে সুবিধে হয়। বল খুব ভেজা ছিল, এটি বেশ কয়েক বার পরিবর্তন করা হয়েছিল এবং বোলারদের কঠিন লড়াই করতে হয়েছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ সুযোগও মিস করেছি, পাতিদার এবং আমি যখন পার্টনারশিপ গড়ে তুলেছিলাম, তখন আমরা ভালো ভাবে এগিয়েছিলাম। তবে এর পর মুম্বই দুর্দান্ত ভাবে লড়াইয়ে ফিরে আসে।’
আরও পড়ুন: ভুলে যাবেন না হার্দিক দেশের হয়ে খেলেন, কী ভাবে ওয়াংখেড়েকে শান্ত করলেন কোহলি?- ভিডিয়ো
বুমরাহতে মুগ্ধ ফ্যাফ
বল হাতে ওয়াংখেড়ের ২২ গজে বৃহস্পতিবার বিধ্বংসী মেজাজে ছিলেন জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৫ উইকেট। আউট করেন বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি, মহিপাল লোমরোর, সৌরভ চৌহান এবং বিজয়কুমার বৈশাখকে। ফ্যাফ বুমরাহের প্রশংসা করে বলেন, ‘যত বারই ও (জসপ্রীত বুমরাহ) বল করতে আসে, দেখে মনে হয়, ও চাপে ফেলে দেবে। ওর প্রতিভা অনেক বেশি। ও চাপের মধ্যে ভালো বোলিং করে, ওর বলে অনেক বৈচিত্র্য রয়েছে। আমার মনে হয়, লাসিথ মালিঙ্গার তত্ত্বাবধানে ও আরও ভালো হয়েছে।’
আরও পড়ুন: যুজিকে সরিয়ে বেগুনি টুপির লড়াইয়ে শীর্ষে উঠলেন বুমরাহ, অরেঞ্জ ক্যাপ থাকল কোহলিরই
খেলার সংক্ষিপ্ত ফল
টস হেরে আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। ফ্যাফ ডু'প্লেসির ৪০ বলে ৬১ রানের ইনিংসটি তাদের ভিত শক্ত করেছিল। এর পর রজত পতিদার মাত্র ২৬ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ইনিংসের শেষ দিকে দীনেশ কার্তিকের অপরাজিত ২৩ বলে ৫৩ রানের ক্যামিও ইনিংসটি আরসিবি-কে ২০০-র কাছাকাছি পৌঁছে দিয়েছিল। মুম্বইয়ের ৫ উইকেট নেন বুমরাহ।
তবে ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের সাইক্লোনে মুম্বই ইন্ডিয়ান্স সহজ জয় ছিনিয়ে নেয়। ৩৪ বলে ৬৯ রান করেন ইশান। ১৯ বলে ৫২ করেন সূর্য। এছাড়া ২৪ বলে ৩৮ করেছিলেন রোহিত শর্মা। শেষে হার্দিক ৬ বলে অপরাজিত ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় এমআই।