আবারও একবার বিতর্ক DRS নিয়ে। মেলবোর্নের পর সিডনিতেও প্রশ্ন উঠছে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। এদিন ওয়াশিংটন সুন্দরের উইকেটটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কোনও ভাবেই সেটি আউট ছিল না বলে মনে করছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল ভন। ঘটনাটি ঘটেছিল বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের প্রথম দিনে।
শুক্রবার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এদিন রোহিতের জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন জসপ্রীত বুমরাহ। এর আগে প্রথম টেস্টে পার্থে ও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ফের একবার ব্যর্থ হয় টপ অর্ডার। প্রথম দিনেই মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
তবে এদিন আরও একবার বিতর্কিত আউটের শিকার ভারতীয় শিবির। ঘটনাটি ঘটেছিল ৬৬ তম ওভারের শেষ বলে। তখন ব্যাট করছিলেন ওয়াশিংটন সুন্দর। বল করছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওভারের শেষ বলটি শর্ট পিচ থাকায় পুল করতে যান সুন্দর। কিন্তু ব্যর্থ হন। বল ব্যাট মিস করে সোজা চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে।
আউটের আপিল করা হয় অজি শিবিরের তরফে। অনফিল্ড আম্পায়ার নট আউট ডিসিশন দেন। সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে DRS নেন কামিন্স। এর পর রিভিউয়ের সময় দেখা যায় বলটি একদম গ্লাভসের সামনে দিক দিয়ে বেরিয়েছে। খালি চোখে বোঝা সম্ভব হচ্ছিল না তা গ্লাভসকে ছুঁয়েছে কিনা। তখন স্নিকোমিটারের সাহায্য নেওয়া হয়। বল গ্লাভসকে পাস করার সময় শেষ মুহূর্তে স্নিকোয় নড়াচড়া দেখা যায়। যদিও বল যখন একদম গ্লাভসের সামনে ছিল তখন স্নিকোতে কোনও কম্পনই লক্ষ্য করা যায়নি। তবে ভিডিয়ো দেখে সন্তুষ্ট হওয়ায় আউট দেন থার্ড আম্পায়ার জোইল উইলসন।
কিন্তু ওয়াশিংটন সুন্দর কোনও ভাবেই আউট ছিলেন না বলেই মনে করছেন মাইকেল ভন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, ‘এটা কোনও ভাবেই আউট নয়…এটা একটা খারাপ সিদ্ধান্ত।’ যদিও বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে অনেকের। এই আউট নিয়ে সরব হয়েছেন অধিনায়ক বুমরাহও। এখানে কীভাবে এটা আউট হল আর যশস্বী স্নিকোর বেনিফিট অফ ডাউট এমসিজি-তে পেল না, সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আসলে DRS বিতর্ক এবার প্রথম নয়। এর আগে মেলবোর্নেও যশস্বী জসওয়ালের আউট নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। অনেকটা একই রকম ঘটনা ঘটেছিল সেইবার। স্নিকোয় কোনও নড়াচড়া দেখা না গেলেও যশস্বীকে প্যাভিলিয়নে ফেরার নির্দেশ দেন থার্ড আম্পায়ার। অনেকেই মনে করেন ওই উকেটটিই ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তার আগে কেএল রাহুলের আউট নিয়েও জলঘোলা হয়েছে। সবমিলিয়ে বারেবারেই প্রযুক্তি ফেল করেছে এই সিরিজে।