রবীন্দ্র জাদেজার সাংবাদিক সম্মেলন ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল শনিবার। সেদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে হিন্দিতে ভারতীয় সাংবাদিকদের উত্তর দিলেও কোনও ইংরেজিতে প্রশ্নের উত্তর দেননি জাদেজা। হিন্দিতে সাক্ষাৎকার শেষ হওয়ার পরই তিনি চলে যান, যা নিয়ে বেশ অসন্তুষ্ট হন অস্ট্রেলিয়ান সাংবাদিকরা। এরপরেই জাদেজাকে নিয়ে লাগাতার কুৎসা চলে অস্ট্রেলিয়ার মিডিয়ায়। তবে এবার ভারতের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল ভন। তিনি মনে করছেন, অস্ট্রেলিয়ান মিডিয়ায় অযথা বিষয়টি নিয়ে জলঘোলা করছে। AI-এর যুগে ট্রান্সলেটর ব্যবহার করলেই সমস্যাটির সমাধান হয়ে যেত বলে মত তাঁর।
এক পডকাস্ট শোয়ে মাইকেল ভন বলেন, ‘ভারত হল বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউজ। এয়ারপোর্টে পরিবারের সঙ্গে ক্রিকেটারের ভিডিয়ো করা, এগুলি বেশি বাড়াবাড়ি। এটা বেশি নাটক মনে হয়। এখন এমন অনেক AI টুল রয়েছে যা দিয়ে আপনি হিন্দি থেকে অস্ট্রেলিয়ান ইংরেজিতে সহজেই অনুবাদ করতে পারবেন। কেউ যদি ইংরেজিতে সাক্ষাৎকার দিতে ইচ্ছুক না হয় - তাহলে সেই সিস্টেম ব্যবহার করলেই হয়ে যায়। আপনি জাদেজার কথাকে তার মাধ্যমে অনুবাদ করে উদ্ধৃত করতে পারতেন। হয়তো সেটা পুরোপুরি এক হত না তবে কাজ হয়ে যেত।’
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল শনিবার। সেদিন মেলবোর্নে জড়ো হয়েছিলেন ভারত-অস্ট্রেলিয়ার বেশ কিছু সাংবাদিক। সেখানেই ভারতের হয়ে কথা বলতে আসেন রবীন্দ্র জাদেজা। তিনি শুধুমাত্র হিন্দিতে প্রশ্নের উত্তর দেন। ইংরেজিতে উত্তর না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় অস্ট্রেলিয়ার সাংবাদিকদের তরফে। ভারতের মিডিয়া ম্যানেজার অবশ্য জানান যে টিম বাস ছেড়ে দেবে, তাই রবীন্দ্র জাদেজা দ্রুত সেখান থেকে চলে গেছেন। যদিও অস্ট্রেলিয়ান মিডিয়া দাবি করে বিষয়টি ইচ্ছাকৃত ভাবে করেছেন জাদেজা। যদিও জাদেজার কাজে কোনও ভুল দেখছেন না প্রাক্তনীরা। কারণ এমন অনেক খেলোয়াড় রয়েছেন, যারা ইংরেজিতে কথা বলেন না। এক্ষেত্রে ট্রান্সলেটর দিয়ে তাঁদের কথা অনুবাদ করে নেওয়া হয়, আর এখন AI-র যুগে তো এই কাজ আরও অনেক সহজ হয়ে গেছে।
জানা গেছে জাদেজার এই বিতর্কিত ঘটনার জেরে নাকি দুই দেশের সাংবাদিকদের মধ্যে হতে চলা একটি ক্রিকেট ম্যাচ বাতিল করে দেওয়া হয়। মেলবোর্নে যে সাংবাদিকরা ম্যাচ কভার করতেন, তাঁদের মধ্যে একটা ম্যাচ হওয়ার কথা ছিল, আয়োজক ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা গেছে, ভারতীয় সাংবাদিকদের একাংশই এই ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেন।