আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ের পরই সিমিত ওভারের ফরম্যাটে ক্ষুদ্র সংস্করণ থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি এবং রোহিত শর্মার যা বয়স, তাতে তাঁদের টি২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়া অনুমান করা গেছিল আগেই, কিন্তু হঠাৎ করেই রবীন্দ্র জাদজেও টি২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়ে ফেলেন। বিরাট কোহলি,রোহিত শর্মা অবসরের কথা জানানোর পরই গুজরাটের অলরাউন্ডার জানিয়ে দেন দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে আর খেলবেন না তিনি। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আপাতত ২০২৫ সালের এই দুই প্রতিযোগিতাতেই মনোনিবেশ করছেন এই তিন তারকা।
আরও পড়ুন-ওয়াঙ্খেড়েতে বিরাটের উদ্যোগেই বন্দেমাতরম গান শুরু হার্দিক-রোহিতদের! ভাইরাল ভিডিয়ো
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, নিজেদের প্রাপ্যের থেকেই কম কিছুই ক্রিকেট জীবনে অর্জন করেছেন রোহিত, বিরাট, জাদেজারা। তাঁদের যা যোগ্যতা, সেই অনুযায়ী আরও অনেক সাফল্য পাওয়া উচিত ছিল তাঁদের। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে আরও কয়েকটি ট্রফি এই তিন ক্রিকেটারের জেতা উচিত ছিল বলেই মন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনের। তবে বিষয়টা খুব একটা সহজ সরল ভাবে নয়, বরং তীর্যক মন্তব্য হিসেবেই বোঝাতে চেয়েছেন ভন, কারণ শেষ এক দশকে হাইপ্রোফাইল ভারতীয় দল মাত্র ১টি আইসিসি ট্রফি জিতেছে, যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া একাধিক ট্রফি জিতেছে।
আরও পড়়ুন-‘ওর মতো বোলার যুগে একটা আসে’!বিরাটের মন্তব্যে শুরু স্লোগান, ভিডিয়ো শেয়ার বুমরাহর
মাইকেল ভন বলেছেন, ‘ওরা সকলেই বলবে টি২০ বিশ্বকাপ জিতে অবসর নেওয়াই সব থেকে ভালো সময়, তবে আমার মতে সাদা বলের ক্রিকেটে ওদের আরও বেশি ট্রফি জেতা উচিত ছিল। রোহিত শর্মা ১৭ বছর সময় নিয়েছে দ্বিতীয়বার টি২০ ট্রফি জিততে, তাই আমার মনে হয় ও নিজেও স্বীকার করবে আরও একটা বা দুটো সিমিত ওভারের ক্রিকেটের ট্রফি জেতা উচিত ছিল। তবে বিদায় নেওয়ার এর থেকে ভালো সময় আর হয়না। বার্বাদোসে ট্রফি হাতে বিদায় নেওয়াই সেরা সমস। এখন ওরা টেস্ট আর একটু ওডিআইতেও মনোনিবেশ করতে পারবে, সঙ্গে আইপিএলও খেলতে পারবে মহেন্দ্র সিং ধোনির মতো ’ ।
আরও পড়ুন-আইপিএলের সময় টানা সমালোচনা! বিশ্বকাপ জয়ের পর হার্দিককে নিয়ে নীরবতা ভাঙলেন পাঠান
টি২০ ফরম্যাট থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার বিদায়ের সঙ্গেই ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের সব ক্রিকেটারই টি২০ ফরম্যাট থেকে বিদায় জানিয়ে ফেলেছেন। রোহিত শর্মা জোড়া টি২০ বিশ্বকাপ জিতেছেন, বিরাট কোহলি একটি টি২০ এবং একটি ওডিআই বিশ্বকাপ জিতেছে। রবীন্দ্র জাদেজা একটি টি২০ বিশ্বকার জিতেছেন।