টনটনে সারে বনাম সামারসেট কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্য়াচে ধুন্ধুমার লড়াই হয় শেষ দিনে। প্রাথিমকভাবে ম্যাচে দু'রকম ফলাফলের সম্ভাবনা দেখা যাচ্ছিল। প্রথমত, সারে সরাসরি ম্যাচ জিততে পারে বলে মনে হয়েছিল। নতুবা ম্যাচ ড্র হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছিল। ম্যাচ ড্র হলেও লাভ হতো সারেরই। কেননা তারা প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে ছিল সামারসেটের থেকে।
তবে চতুর্থ দিনে নাটকীয়ভাবে ম্যাচের পট পরিবর্তন হয়। মাত্র ১৪ রানের মধ্যে সারের শেষ ৭টি উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতে যায় সামারসেট। উল্লেখযোগ্য বিষয় হল, জয়ের তাগিদে মরিয়া সামারসেট ম্যাচের শেষ বেলায় যে রকম ফিল্ডিং সাজায়, তেমনটা খুব কমই দেখা যায়।
ম্যাচের শেষ বেলায় সারের টেল এন্ডার ব্যাটারকে ঘিরে ধরেন সামারসেটের সব ক্রিকেটার। সারের শেষ উইকেটটি নেন স্পিনার জ্যাক লিচ। স্বাভাবিকভাবেই উইকেটকিপার জেমস রিউ স্টাম্পের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন। তবে বোলার ও কিপার ছাড়া সামারসেটের বাকি ৯ জন ফিল্ডার ছিলেন ক্লোজ ইন।
ড্যানিয়েল ওরেল যখন ব্যাট করছিলেন, শর্ট লেগ ও লেগ স্লিপ-সহ সামারসেট লেগ সাইডে তিনজন পিক পকেটার দাঁড় করিয়ে দেন। স্লিপ, সিলি পয়েন্ট-সহ অফ-সাইডে ক্লোজ ইন ফিল্ডার ছিলেন ৬ জন। শেষমেশ ওরেলকে লিচ এলবিডব্লিউ-র ফাঁদে জড়িয়ে দলের জয় নিশ্চিত করার পরে সামারসেটের ১১জন ক্রিকেটারের এক ফ্রেমে উচ্ছ্বাসের ছবি ছিল দেখার মতো।
টনটনে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সামারসেট। তারা প্রথম ইনিংসে ৩১৭ রান তোলে। ১৩২ রান করেন টম ব্যান্টন। আর্চি ভন ৪৪, টম অ্যাবেল ৪৯ ও জেমস রিউ ৩৮ রানের যোগদান রাখেন। সারের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন শাকিব আল হাসান।
জবাবে ব্যাট করতে নেমে সারে তাদের প্রথম ইনিংসে তোলে ৩২১ রান। টম কারান ৮৬, রায়ান প্যাটেল ৭০, বেন গেডস ৫০ ও বেন ফোকস ৩৭ রান করেন। সামারসেটের আর্চি ভন ৬টি ও জ্যাক লিচ ৪টি উইকেট নেন। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৪ রানের লিড পেয়ে যায় সারে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সামারসেট ২২৪ রান তোলে। ক্রেগ ওভার্টন ৪৯ রান করেন। ৪৬ রান করেন টম ব্যান্টন। জেমস রিউ করেন ২৯ রান। শাকিব সারের হয়ে দ্বিতীয় ইনিংসে দখল করেন ৫টি উইকেট। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার।
জয়ের জন্য সারের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২২১ রানের। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে সারে একসময় ৩ উইকেটে ৯৫ রান তুলে ফেলে। তবে তার পরেই তাদের ইনিংসে ধস নামে। সারে শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় ১০৯ রানে। অর্থাৎ, ১৪ রানের মধ্যে শেষ ৭টি উইকেট হারায় সারে। সামারসেট ১১১ রানে ম্যাচ জেতে।
ডমিনিক সিবলি ৫৬ রান করেন। সামারসেটের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫টি করে উইকেট নেন জ্যাক লিচ ও আর্চি ভন। অর্থাৎ, লিচ দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট দখল করেন। ভন দুই ইনিংস মিলিয়ে পকেটে পোরেন ১১টি উইকেট।