গত বিশ্বকাপ থেকে শুরু করে এই পর্যন্ত সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের জন্য। একটিও সিরিজ নিজেদের পকেটে তুলতে পারেনি মহম্মদ হাফিজের ছেলেরা। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্রীভাবে টেস্ট সিরিজ হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও লজ্জাজনক পরাজয়ের শিকার হয় গোটা দল। সব মিলিয়ে, একেবারে দিশেহারা দেখাচ্ছে বাবর আজম, মহাম্মদ রিজওয়ানদের।
তবে এরই মাঝে একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন দলের প্রাক্তন ডিরেক্টর মিকি আর্থার। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে বর্তমানে দলের সকল ক্রিকেটারেরই প্রতিভা রয়েছে তবে তাদের পর্যাপ্ত সাহায্য বা যাবতীয় সুবিধা দেওয়া হয় না। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করলেন যে দলের ক্রিকেটারদের মনে করেন তাদের ভবিষ্যৎ একেবারেই সুরক্ষিত নয়।
মিকি আর্থার বলেন, 'দেখুন বর্তমানে দলের যেই ক্রিকেটার রয়েছে, তাদের সকলেরই প্রতিভা আছে আগামী দিনে পাকিস্তান ক্রিকেটকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু সমস্যাটা এখানেই যে যতটা সাহায্য বা সুবিধার ওদের প্রয়োজন, সেটা ওদের একেবারেই দেওয়া হয় না। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার এটা যে দলের কোনও ক্রিকেটারই মনে করেন না যে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রয়েছে। যখনই ক্রিকেটাররা মনে করবে যে সবকিছু ঠিকঠাক রয়েছে, তখনই তারা পারফর্ম করতে পারবে। কিন্তু যখনই ওদের মাথার মধ্যে এই ধারণাটা খেলবে যে দলে ওদের জায়গাটা হয়তো সুরক্ষিত নয়, তখনই ওরা দেশের কথা না ভেবে নিজেদের জন্য খেলবে এবং সেটা অত্যন্ত ক্ষতিকারক। ঠিক এই অবস্থায় এখন গোটা শিবিরের। সত্যি বলতে গেলে এই জিনিসটা আমি যতো দেখছি, ততোই কষ্ট পাচ্ছি আর হতাশ হচ্ছি।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে মিকি আর্থার আরও দাবি করেন যে এখনও তিনি পাকিস্তানের ম্যাচগুলি দেখেন, তবে দলের প্রতি সব আগ্রহ নষ্ট হয়ে গিয়েছে। প্রাক্তন দল পরিচালকের বক্তব্য, 'পদত্যাগ করার পরও, আমি এখনও পাকিস্তানের সবকটি ম্যাচ মন দিয়ে দেখি এবং ভবিষ্যতেও দেখবো। কিন্তু ব্যাপারটা হল যে আমার সমস্ত আগ্রহ, যা আগে ছিল, সব নষ্ট হয়ে গেছে। আগে যেই ব্যাপারটা ছিল, এখন দলের মধ্যে সেই ব্যাপারটাই আর নেই। সত্যি বলতে গেলে পাকিস্তান ক্রিকেটের থেকে আপনি এই মুহূর্তে হতাশা ছাড়া আর কিছুই পাবেন না।'