হার্দিক পান্ডিয়ার পরে দ্বিতীয় পেসার অল-রাউন্ডার হিসেবে ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ঢুকেছেন শিবম দুবে। যদিও সাম্প্রতিক সময়ে বল হাতে নিজেকে প্রমাণ করার পর্যাপ্ত সুযোগ পাননি তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল ২০২৪-এ নিয়মিত মাঠে নেমেছেন শিবম দুবে। তবে তাঁকে দিয়ে বল করানোর প্রয়োজনীয়তা অনুভব করেননি চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
আসলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্যই আইপিএল অল-রাউন্ডারের ব্যবহার কমেছে। বিশেষজ্ঞ বোলার-ব্যাটারকে ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে মাঠে নামানোর সুযোগ থাকায় দুবেকে কেবলমাত্র ব্যাটার হিসেবে ব্যবহার করে সিএসকে।
চেন্নাইয়ের হয়ে এবছর আইপিএলে মোটে ১ ওভার বল করার সুযোগ পান শিবম দুবে। তাতেই তিনি তুলে নেন ১টি উইকেট। তবে ভারতীয় দলে তাঁকে যে অল-রাউন্ডার হিসেবে ব্যবহার করা হবে, সেটা একপ্রকার নিশ্চিত। দুবে সেই নিশ্চয়তা পেয়েছেন কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার থেকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শিবম দুবে নিজেই জানান যে, কোচ-ক্যাপ্টেন তাঁকে আগে থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। জানিয়ে রেখেছেন যে, প্রয়োজনের মুহূর্তে ২-৩ ওভার বল করতে হতে পারে তাঁকে।
আইপিএলের আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে শিবম দুবেকে অল-রাউন্ডার হিসেবে ব্যবহার করে টিম ইন্ডিয়া। সেই সিরিজে একজোড়া উইকেটও তোলেন দুবে। আইপিএলে বল করার তেমন সুযোগ না পেলেও জাতীয় দলের আঙিনায় ফিরেই ফের যথার্থ অল-রাউন্ডারের ভূমিকায় দেখা যাচ্ছে শিবমকে। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুবে ৩ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন।
বিশ্বকাপ অভিযান শুরুর আগে স্টার স্পোর্টসকে শিবম দুবে বলেন, ‘আইপিএলে মাত্র ১ ওভার বল করার সুযোগ পাই। তবে সেই ওভারে উইকেট পাওয়াটা ইতিবাচক বিষয়। আমি নেটে (বোলার হিসেবেও) পরিশ্রম করতাম। কেননা আমি জানি কোন কোন দিকগুলির দিকে আমাকে নজর দিতে হবে। যাতে ম্যাচে বল করার সুযোগ পেলে সবকিছু আমার অনুকূলে যায়, নিজেকে প্রস্তুত রাখতাম সেই সম্ভাবনার কথা ভেবে।’
শিবম দুবে পরক্ষণেই জানান আফগানিস্তান সিরিজের সময় কোচ দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত তাঁকে কী বলেছিলেন। দুবে বলেন, ‘রাহুল ভাই এবং রোহিত ভাই আমাকে বলে, যে কোনও সময়ে ২-৩ ওভার বল করতে হতে পারে। সুতরাং, আমি যেন প্রস্তুত থাকি। আফগানিস্তান সিরিজের সময় রাহুল ভাই জানায়, টিম ম্যানেজমেন্ট আমাকে অল-রাউন্ডার হিসেবে ব্যবহার করতে চায়। সুতরাং, সেই মতোই নিজেকে যেন মেলে ধরি। রোহিত ভাইও বলে আমি ব্যাট-বল দু’টোই করার সুযোগ পাব। সুযোগটা কাজে লাগানোর ভাবনা কাজ করছে সেই থেকেই।'