প্রথমে অস্ট্রেলিয়াকে দেড়শোর কমেই বেঁধে রাখার সুযোগ পেয়েও তাদের ২০০ রানের গণ্ডি টপকাতে দেয় ভারত। পরে প্রথম ইনিংসের নিরিখে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল ভারতীয়-এ দলের সামনে। তবে সুবিধাজনক পরিস্থিতি থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ায় সেই সুযোগও হাতছাড়া হয় ভারতের মেয়েদের। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে সিরিজের একমাত্র বেসরকারি টেস্টে এখনও লড়াইয়ে টিকে ভারত। সৌজন্যে মিন্নু মনির দুর্দান্ত বোলিং।
গোল্ড কোস্টে সিরিজের একমাত্র বেসরকারি টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। একসময় ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। তবে সেখান থকে ঘুরে দাঁড়িয়ে শেষমেশ অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে তোলে ২১২ রান। ৭১ রান করেন জর্জিয়া ভল। মিন্নু মনি ৫টি ও প্রিয়া মিশ্র ৪টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনেই ২ উইকেটের বিনিময়ে ১০০ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে অস্ট্রেলিয়ার থেকে ১১২ রানে পিছিয়ে ছিল ভারতীয়-এ দল। তাদের হাতে ছিল ৮টি উইকেট। স্বাভাবিকভাবেই ভারত প্রথম ইনিংসের নিরিখে লিড নিতে পারে বলে আশা করা গিয়েছিল।
তবে দ্বিতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামলে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৮৪ রানে। শেষ ৮৩ রানে ৮টি উইকেট হারায় ভারত। সুযোগ থাকা সত্ত্বেও লিড নেওয়া তো দূরের কথা, বরং নিজেরাই ২৮ রানে পিছিয়ে পড়ে ভারতীয় দল। শ্বেতা শেরাওয়াত দলের হয়ে সব থেকে বেশি ৪০ রান করেন। ১২০ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন।
এছাড়া শুভা সতীশ ২২, তেজল হাসাবনিস ৩২, রাঘবী বিস্ট ১৬, সায়লি সাতঘরে ২১, মিন্নু মনি ১৭ ও মন্নত কাশ্যপ ১৯ রান করেন। খাতা খুলতে পারেননি সজীবন সজনা। প্রিয়া পুনিয়া ৭, উমা ছেত্রী ২ ও প্রিয়া মিশ্র ১ রানের যোগদান রাখেন। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ১৬ রানে ৫ উইকেট নেন কেট পিটারসন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মহিলা-এ দল দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলেছে। অর্থাৎ, প্রথম ইনিংসের ২৮ রানের লিড মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ১৯২ রানে। সুতরাং, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস তাড়াতাড়ি শেষ করে দিতে পারলে ভারতের সামনে জয়ের সুযোগ তৈরি হবে। যদিও শেষ ইনিংসে ২০০-র বেশি রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে না মোটেও।
আরও পড়ুন:- WCPL 2024: ব্যাট হাতে ব্যর্থ জেমিমা, জলে গেল শিখার লড়াই, শুরুতেই হার নাইট রাইডার্সের
অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে এমা ৫৮, ম্যাডি ডার্ক ৫৪, মিল্টন ব্রাউন ২৬ ও নিকোল ১৬ রান করেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মিন্নু মনি দ্বিতীয় ইনিংসেও ইতিমধ্যেই ৫ উইকেট নিয়েছেন। অর্থাৎ, ভারতের ক্যাপ্টেন দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যেই ১০টি উইকেট সংগ্রহ করেছেন।