শুভব্রত মুখার্জি:- ১৭তম আইপিএলের আগেই অধিনায়ক পরিবর্তন করে গুজরাট টাইটানস দল। গত দুই মরশুমের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ট্রেডিংয়ের মধ্যে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে নেওয়ার পরেই দলের দায়িত্ব দেওয়া হয় শুভমন গিলকে। গিলের নেতৃত্বে এই মরশুমে এখনও পর্যন্ত প্লে অফের লড়াইতে টিকে রয়েছে গুজরাট। তবে এই মরশুমে তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব রয়েছে।
শুক্রবার রাতে তারা ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস দলের। এই ম্যাচে জিততেই হতো প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে। আর সেই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে গুজরাট দল। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী শুভমন গিল জানিয়েছেন তিনি নিশ্চিত, তাঁর দল প্লে অফে কোয়ালিফাই করবে।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলনায়ক শুভমন গিল। সাংবাদিকদের প্রশ্নের সামনে তাঁকে বেশ আত্মবিশ্বাসী শুনিয়েছে। গিল বলেন, 'এই ম্যাচের আগে আমাদের (প্লে অফে কোয়ালিফাইয়ের) সম্ভাবনা ছিল বলা যায় ১ শতাংশ। সেটা দলের সবাই আমরা জানতাম। আমাদের দলের ২৫-৩০ জন সদস্য কিন্তু এরপরেও আশা ছাড়েনি। তারা লড়াই চালিয়ে গিয়েছে। নিজেদের প্রতি বিশ্বাস রেখেছে। আমরা এখনও বিশ্বাস করি যে আমরা প্লে অফে খেলতে পারব। কারণ আমি আগেও দেখেছি যে আইপিএলে মিরাকল ঘটেছে বহুবার। আমাদের দলের সঙ্গেও এটা ঘটেছে। তাই আমরা আরো বেশি আত্মবিশ্বাসী যে আমরা প্লে অফে কোয়ালিফাই করব।'
গিল আরো যোগ করেন, ‘আজকের ম্যাচে আমাদের আরো কিছু রান উঠতে পারত। আমি মনে করি যে জায়গায় আমরা ছিলাম, আর যেখানে আমরা শেষ করি, আমাদের ইনিংস তার থেকে আরো ভালো জায়গায় যেতে পারতো। আমি যখন আউট হয়ে যাই তখন আমি বেশ হতাশ হয়েছিলাম। আমি মনে করি ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ১০-২৫ রান কম করেছি আজকের ম্যাচে। একটা সময়ে ১৫ ওভারে আমাদের স্কোর ছিল ১৯৫/০। তাই আমি মনে করেছিলাম যে ২৫০ রান আমরা সহজেই করব। আমি সেই চিন্তাই করেছিলাম। কিন্তু সেটা আমরা করে উঠতে পারিনি।’
গিল শেষে বলেন, 'আমার শতরানটা আমার কাছে সন্তোষজনক ছিল। আমরা শেষ তিনটে ম্যাচে হেরেছিলাম। ফলে এই ম্যাচে জয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি এবং সাই সুদর্শন এই জিনিসটা নিয়েই আলোচনা করছিলাম। যে সুযোগ আমরা পেয়েছি, তার সদ্ব্যবহার করার চেষ্টা করছিলাম সবসময়ে। সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমরা প্রস্তুত ছিলাম।'