শুভব্রত মুখার্জি:- পাকিস্তান ক্রিকেট এই মুহূর্তে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ২২ গজে তাদের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ওয়ানডে বিশ্বকাপ হোক কিংবা টি-২০ বিশ্বকাপ দুই বিশ্বকাপেই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। সম্প্রতি ঘরের মাঠে প্রথমবার তারা টেস্ট ম্যাচে হেরেও গিয়েছে বাংলাদেশের কাছে। এমন আবহে পাকিস্তান ক্রিকেটকে একেবারে গ্রাসরুট পর্যায় থেকে ঢেলে সাজাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি। সেই লক্ষ্যে তারা নবীন প্রতিভাদের খুঁজে বের করে তাদেরকে গ্রুমিং করানোর দিকে এবার নজর দিতে চাইছে। ঘরোয়া ক্রিকেটে এবার মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটার মিসবাহ উল হক, সাকলিন মুস্তাক, সরফরাজ খান, শোয়েব মালিক এবং ওয়াকার ইউনিসকে। দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়েছিল পিসিবির তরফে। তাঁরা সেই অনুরোধে সাড়া দিয়েছেন।
পাঁচজন প্রাক্তন চ্যাম্পিয়ন ক্রিকেটারকে পিসিবির তরফে তিন বছরের চুক্তিতে চুক্তিবদ্ধ করা হয়েছে। মেন্টর হিসেবে কাজ করতে তাদেরকে পিসিবির তরফে বলা হয়েছিল আগেই। সম্প্রতি তাঁরা পিসিবির চুক্তিপত্রে সই করেছেন। এই নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রেখেই নিয়োগ করেছে পিসিবি। ২০২৪-২৫ মরশুমেই এই পাঁচ ক্রিকেটার মেন্টর হিসেবে দায়িত্ব নেবেন। তাদের প্রথম চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ। ফয়সালাবাদে ইকবাল স্টেডিয়ামে খেলা হবে এই টুর্নামেন্ট। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। পাকিস্তানের সেরা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেবেন। প্রায় দুই বছর বাদে ফয়সালাবাদে ফিরছে সিনিয়র পুরুষদের টুর্নামেন্ট।২০২২ সালের মার্চে এই স্টেডিয়ামে শেষবার খেলা হয়েছিল সিনিয়র বিভাগে পুরুষদের ম্যাচ। বালোচিস্তান মুখোমুখি হয়েছিল খাইবার পাখতুনের।
আরও পড়ুন… দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সতীর্থকে দিতে চান গুরু দায়িত্ব
প্রসঙ্গত এই পাঁচ প্রাক্তন পাকিস্তান তারকার অভিজ্ঞতার ভান্ডার বিপুল। সবমিলিয়ে ১৬২১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাঁরা। করেছেন মোট ৩২৭৮০ রান। নিয়েছেন ১৫০৩ উইকেট। সরফরাজ আহমেদ এবং শোয়েব মালিক আবার দুইজনেই দুটি আইসিসি ইভেন্টও জিতেছেন। ১৯৯৯ ওডিআই বিশ্বকাপে যে পাকিস্তান দল ফাইনালে খেলেছিল সেই দলের সদস্য ছিলেন সাকলিন মুস্তাক এবং ওয়াকার ইউনিস। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন ঘরোয়া টুর্নামেন্ট থেকে প্রতিভা খুঁজে বের করা। তাদেরকে সঠিকভাবে প্রতিপালন করা এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করার দায়িত্ব থাকবে এই পাঁচ প্রাক্তন তারকার কাঁধে।