পার্থে টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ানরা নিজেদের পুরনো সব স্মৃতি নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলছেন, এই যেমন মিচেল জনসন। তিনিও জানালেন, বিরাটের সঙ্গে ২০১৪-১৫ বর্ডার গাভাসরকর সিরিজের সময় হওয়া দ্বৈরথের বিভিন্ন কথা। অবশ্য সেই দ্বৈরথ তিক্ততায় শেষ হয়েছিল, কোনওভাবেই বন্ধুত্বপূর্ণ লড়াই ছিল না। তবে বিরাটের সঙ্গে নিজের মিলও খুঁজে পাল মিচেল জনসন।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
জনসন একেবারে স্পষ্টভাষাতেই নিজের কলমে লিখেছেন সেই সিরিজের কথা। যেখানে কোহলিকে রানআউট করতে গিয়ে বল ছুঁড়েছিলেন তিনি। কিন্তু বল উইকেটে না লেগে সরাসরি লেগেছিল বিরাট কোহলির গায়ে। আর সেদিনের পরই বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ানদের লড়াই আরও জমে উঠতে শুরু করে। বিরাটও শতরানের মধ্যে দিয়েই জবাব দিতে থাকেন।
জনসন বলছেন, ‘আমার আর জনসনের দ্বৈরথের কথা সকলেরই জানা। আমাদের মধ্যে মাঠে অনেকবার মুখোমুখি হয়েছি, আমি সেটা উপভোগ করেছি। আমি ওকে মাঠের বাইরে সেভাবে চিনি না। তবে মাঠের ভিতর বলতে পারে, ওর সঙ্গে আমার কিছু মিল রয়েছে। সেটা হয়েছে আমরা পিছিয়ে যাই না, খেলার মধ্যে সব সময় এগিয়ে থাকতে পছন্দ করি। অনেক কোনও কথা না বলার চেষ্টা করে, তবে আমরা অন্যরকম। ওকে আউট করা যেমন আনন্দের, আবার ও যখন আমায় ছয় মেরেছে, সেই শট দেখেও আমার ভালো লেগেছে ’।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
২০১৪ বক্সিং ডে টেস্টের সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে জনসন বলছেন, ‘আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় বক্সিং ডে টেস্টে যেখানে আমি ওকে রানআউট করতে গেছিলাম, কিন্তু বলটা ও গায়ে লেগেছিল। আমি রানআউট করতেই গেছিলাম। এরপর ওইদিন রাতে ও মিডিয়ায় কিছু মন্তব্য করেছিল, যে আমায় ও সম্মানই করে না, সেটা আমায় বিরক্ত করেছিল। কারণ আমাদের টার্গেট ছিল দ্রুত ওকে আউট করা ’।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
আসন্ন বর্ডার গাভাসকর সিরিজে অবশ্য সেই আগের অস্ট্রেলিয়াও নেই, জনসনের মতো স্লেজিং করার লোকও নেই। স্টার্ক কামিনসরা তুলনায় কিছুটা হলেও ভদ্র। তাঁদের সামলে নেওয়ার জন্য এই ভারতীয় দলই যথেষ্ট। কিন্তু ব্যাট হাতে অজি বোলারদের সামলাতে পারবে কিনা টিম ইন্ডিয়া সেটাই বড় চিন্তা। কারণ গতবার ৩৬ অলআউটের লজ্জার কথা এখনও মনে আছে সকলের। সেটার পুনরাবৃত্তি চাইবেন না গম্ভীর।