স্কটল্যান্ডের বিপক্ষে কোনও মতে অঘটন এড়িয়ে গেছে অস্ট্রেলিয়া। টি২০ বিশ্বকাপের ম্যাচে পরপর ক্য়াচ মিস করে বেশ চাপে পড়ে গেছিল অজিরা। তাঁদের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচে ১৮০ রান তোলে স্কটল্যান্ড দল। প্রথমে ব্যাট করে ম্যাকমুলেন, মুনসেরা ঝড়ের গতিতে রান তোলার চেষ্টা চালান। ম্যাকমুলেন তো ২৬ বলেই অর্ধশতরান করেন। এরপর তিনি আউট হয়ে গেলে স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটনও ৪২ রান করেন। ব্যাট করতে নেমে অজিদের বেশ বেগ পেতে হয় সেই রান তুলতে। এক সময় পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেছিল ওডিআই বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ট্রাভিস হেড এবং স্টইনিসের দুরন্ত ইনিংসের সৌজন্যে লজ্জা এড়িয়ে যায় অস্ট্রেলিয়া। ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তাঁরা।
অ্যাসোসিয়েট দেশ হিসেবে টি২০ ক্রিকেটে স্কটল্যান্ড দলই অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রান তুলল। এর আগে কোনও অ্যাসোসিয়েট দেশ টি২০ বিশ্বকাপে ১৮০ রান তুলতে পারেনি স্টার্ক, কামিনসদের বিরুদ্ধে। ম্যাচের আগে হেজেলউডের মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হলেও অস্ট্রেলিয়ান অধিনায়ক কিন্তু কৃতিত্ব দিচ্ছেন স্কটল্যান্ড ক্রিকেটারদের লড়াইকে। মার্শ বলছেন, ‘স্কটল্যান্ড এখন ভালো দল। আগের থেকে অনেক বেশি উন্নতি করেছে ওরা। এক্ষেত্রে তাই ওদের কৃতিত্ব রয়েছে এত কঠিন লড়াই দেওয়ার জন্য ’।
আরও পড়ুন-কোপা আমেরিকার আগে স্বস্তি! মেসি ম্যাজিকে পিছিয়ে পড়া ম্যাচে জয় আর্জেন্তিনার
ম্যাচে ৬টি ক্যাচ মিস করে অস্ট্রেলিয়া। ম্যাচ হেরে গেলে ইংরেজরা মুণ্ডপাত করতে তাঁদের। যদিও অল উইন রেকর্ড ধরে রেখেই সুপার এইটে গেলেন স্টার্ক, হেডরা। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর অজি অধিনায়ক বলছেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছিলাম, আমাদের খেলাই খেলতে হবে। নিজেদের প্ল্যান বাস্তবায়িত করতে হবে। আমরা আগেই পরের রাউন্ডে চলে গেছি, তবে যখন আমাদের দল কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে, তখন দলের সেরাটা বেড়িয়ে আসে। আজকেও স্কটল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের সম্মুখিন হই আমরা, শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পেরেছি ’।
আরও পড়ুন-ম্যাকমুলেন-বেরিংটনদের বিরুদ্ধে ৬টি ক্যাচ মিস অজিদের! কাকতালীয় না ইচ্ছাকৃত? প্রশ্ন ইংরেজদের
একটা সময় ১৮১ রান তাড়া করতে নেমে ৬০ রানের মধ্যে তিন উইকেট পড়ে গেছিল অস্ট্রেলিয়ার। এরপর খেলার হাল ধরেন ট্রাভিস হেড এবং মার্কাস স্টইনিস। হেড করেন ৪৯ বলে ৬৮ রান। মার্কাস স্টইনিস করেন ২৯ বলে ৫৯ রান। অলরাউন্ডার স্টইনিসকে শেষ দিকে যোগ্য সংগত দেন টিম ডেভিড। ১৪ বলে ২৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় ক্যাঙ্গারু বাহিনী।