বিশ্বক্রিকেটে একটা প্রবাদ বারবারই খুব মুখে চলে আসে, ক্যাচেস উইন ম্যাচেস। অর্থাৎ ক্যাচ ম্যাচ জেতায়। কথাটা কতটা সত্যি সেটা তো জুন মাসের শেষে টি২০ বিশ্বকাপ ফাইনালেই দেখা গেছে। যেখানে সূর্যকুমার যাদবের নেওয়া বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের ক্যাচই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিল। প্রায় হারতে বসা ম্যাচই জিতে নেয় ভারত, একই সঙ্গে টি২০ বিশ্বকাপের শিরোপাও জয় করে বিরাট কোহলি, রোহিত শর্মা ব্রিগেড। এবার ইংল্যান্ডের জনপ্রীয় ক্রিকেট টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডে দেখা গেল দুর্ধর্ষ এক ক্যাচ, যা নিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। মাঠে উপস্থিত দর্শকদের অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না, সত্যি স্যান্টনার এত কঠিন ক্যাচটি এত সহজে নিয়ে ফেলেছেন।
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
হেডিংলিতে ম্যাচ চলছিল নর্দার্ন সুপারচার্জার বনাম লণ্ডন স্পিরিটের। টস জিতে সেখানে লণ্ডন স্পিরিটকে ব্যাটিংয়ে পাঠায় সুপার চার্জার। ওপেনিং করতে আসেন মাইকেল পেপার এবং কিটন জেনিস। ইনিংসে একাদশতম বলে মাইকেল পেপার রিস টোপলির বলে বড় শট খেলতে যান। মিড অনে দাঁড়িয়ে থাকা মিচেল স্যান্টনার পিছন ফিরে দৌড় লাগান বলের পিছনে।
আরও পড়ুন-ডার্বির আগে বিশ্বকাপারের চোট নিয়ে সংশয়, ছুটলেন মুম্বই! আজ লিগে নামছে মোহনবাগান…
বল আকাশে থাকাকালীন এক মূহূর্তের জন্যেও চোখ সড়াননি কিউয়ি অলরাউন্ডার। পিছনের দিকে দ্রুত গতিতে প্রায় ২০ মিটার ছুটে গিয়ে শরীর পাখীর মতো শূন্যে ভাসিয়ে অসাধারণ ক্যাচ নেন তিনি, সাজঘরে ফেরেন মাইকেল পেপার। অবিশ্বাস্য এই ক্যাচের ছবি এরপরই দ্য হান্ড্রেডের তরফ থেকে শেয়ার করা হয় নিজেদের এক্স হ্যান্ডেলে। সাম্প্রতিক সময় নেওয়া সেরা ক্যাচগুলোর মধ্যে অন্যতম অবশ্যই স্যান্টনারের এই ক্যাচ। একঝলকে সেই অনবদ্য ক্যাচ-
আরও পড়ুন-‘ওরা ভিনেশের থেকে পদক কেড়ে নিল’…নিশ্চিত রৌপ্য পদক হাতছাড়া মেনে নিতে পারছে না শ্রীজেশ
১০০ বলের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১১ রান করে লণ্ডন স্পিরিট দল। জবাবে ব্যাট করতে নেমে ডিএলএস মেথডে ২১ রানে ম্যাচ জিতে নেয় নর্দার্ন সুপারচার্জার দল। এই ক্যাচ দেখলে অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যাবে ওডিআই বিশ্বকাপে ট্রাভিস হেডের নেওয়া রোহিত শর্মার ক্যাচের কথা। সেখানেও অনেকটা একইরকম ঢংয়ে দুরন্ত ক্যাচ নিয়ে ভারত অধিনায়ককে সাজঘরে ফিরিয়েছিলেন হেড।