স্রেফ খাতায়কলমে ম্যাচটা আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ছিল। মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটাকে যেন ‘ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার’ ম্যাচ হিসেবে দেখলেন ভারতীয় নেটিজেনদের একাংশ। বিশেষত যে লোকটা গত বছরের ১৯ নভেম্বর এই আমদাবাদের মাঠেই বিধ্বংসী ইনিংস খেলে পুরো ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন, মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় বলেই সেই ট্র্যাভিস হেডের দুটি স্টাম্প ছিটকে যেতে দেখে যেন ভারতীয় নেটিজেনদের একাংশের কিছুটা জ্বালা কমেছে। উইকেটটা যতই ১৯ নভেম্বর হেডের সঙ্গে হাতে বিশ্বকাপ তোলা মিচেল স্টার্ক নিক না কেন, অনেকের মনে যেন একটা শান্তি এসেছে। তারইমধ্যে মঙ্গলবার ম্যাচের শেষে ভারতের জন্য সেই অভিশপ্ত ১৯ নভেম্বরের প্রসঙ্গ টেনে রবি শাস্ত্রী প্রশ্ন করতেই হেসে ফেলেন স্টার্ক। যিনি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
ম্যাচের শেষে রবি শাস্ত্রী এবং মিচেল স্টার্কের কথোপকথন
শাস্ত্রী: তুমি যেভাবে ট্র্যাভিস হেডকে আউট করেছ, সেই বলটা পুরো ভারত দেখেছে। ওঁরা ভাবছেন যে ভারতীয় দল কেন বিশ্বকাপ ফাইনালে (২০২৩ সালের ১৯ নভেম্বর) এটা করতে পারেনি। সেটা নিয়ে তোমার কী বক্তব্য?
স্টার্ক: (খিলখিলিয়ে হেসে ফেলে) আমার মনে হয়, ভাগ্যবান ছিলাম। সম্প্রতি আমি, প্যাট এবং ট্র্যাভ একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। ট্র্যাভকে দ্রুত ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে। সেটা সবসময় হয় না। তবে আমি নিশ্চিত যে অন্য ম্যাচটায় মাঠে এসে ও ব্যাট চালাবে।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে স্টার্কের পারফরম্যান্স
মঙ্গলবার সানরাইজার্সের বিরুদ্ধে আগুনে বল করেন স্টার্ক। চার ওভারে ৩৪ রান দিয়ে তিন উইকেট নেন। আউট করেন হেড, নীতীশকুমার রেড্ডি এবং শাহবাজ আহমেদ। যদি একটা ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিতেন, তাহলে রাহুল ত্রিপাঠীর উইকেটটাও পেয়ে যেতেন। তবে সব ছাপিয়ে হেডের উইকেটটা একেবারে সকলের মনে রয়ে গিয়েছে। হেডের স্টাম্প পুরো গুঁড়িয়ে দেন স্টার্ক। একটা সময় দেখে মনে হচ্ছিল যে স্টার্ক বোলিং করছিলেন না, ‘আগুনের গোলা’ ছুড়ছেন। পুরো কাঁপুনি ধরিয়ে দেন সানরাইজার্সের।
এবার আইপিএলে স্টার্কের পারফরম্যান্স
আপাতত এবারের আইপিএলে ১৩টি ম্যাচে (১২টি ইনিংস) খেলেছেন। ১৫টি উইকেট নিয়েছেন স্টার্ক। সেরা বোলিং ফিগার হল - চার উইকেটে ৩৩ রান। যে স্টার্ককে ২৪.৫ কোটি টাকা দিয়ে নিলামে নেয় কেকেআর। আইপিএলের ইতিহাসে তিনি সবথেকে দামি খেলোয়াড়।