অস্ট্রেলিয়া দলকে পার্থে প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অজি তারকা মিচেল স্টার্ককে সেই ম্যাচে একটু স্লেজিং করেছিলেন ভারতীয় দলের ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। টিম ইন্ডিয়ার এই ব্যাটার তাঁকে বলেছিলেন, স্টার্কের বোলিং নাকি এখন আসতে আসছে। যদিও তখন কিছুই বলেননি স্টার্ক। অবশেষে তিনি নীরবতা ভাঙলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে ভারতীয় দল ২৯৫ রানে ম্যাচ জিতে নেয়। সেই ম্যাচে লোকেশ রাহুলকে সঙ্গী করে টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল জুটিতে তুলেছিলেন ২৯৫ রান। ভারতীয় দলের বাঁহাতি ওপেনার নিজে করেছিলেন ১৫০র বেশি রান। বিরাট কোহিও সেই ম্যাচে শতরান করেন। শেষ পর্যন্ত কিউয়ি সিরিজ হারের হ্যাঙ্গোভার কাটিয়ে ওঠে ভারত, বুমরাহর নেতৃত্বে।
দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্ককে উদ্দেশ্য করে যশস্বীকে বলতে শোনা গেছিল, ‘ইউ আর বোলিং টু স্লো (অর্থাৎ তুমি খুব আসতে বোলিং করছ) ’। এর উত্তরেই এক পডকাস্টে মিচেল স্টার্ক বললেন, ‘আমি শুনিনি যে ও আমায় বলছিল, যে আমি আসতে বোলিং করছি। তবে এখন আমি আর খুব একটা কাউকেই বেশি জবাব দিই না। যতটা সম্ভব এড়িয়েই চলি ’।
পাল্টা এরপর স্টার্কও স্লেজিং করেছিলেন যশস্বীকে। ভারতীয় ওপেনার কয়েকটা বল আগেই স্টার্ককে একটা ফ্লিক শটে ছয় মেরেছিলেন। এরপরেও একইরকম বল করলেও আর স্টার্ককে সেরকমভাবে বাউন্ডারি মারতে যাননি যশস্বী। তখন পাল্টা স্টার্কও তাঁকে মজাদার স্লেজিং করে প্রশ্ন করেছিলেন, কেন এই বলে এবার তিনি ফ্লিক শট খেললেন না। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন অজি পেসার।
অস্ট্রেলিয়ান পেসার বল হাতে কতটা ভয়ঙ্কর সেটা বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, জো রুট থেকে কেন উইলিয়ামসন সকলেই জানেন। তাই স্টার্কের মতো বোলার যখন মুডে থাকেন না, তাঁদেরকে সাধারণত চটানোর সাহস দেখাননা কেউ। কিন্তু যশস্বী সেটাই করে দেখিয়েছেন প্রথম টেস্টে। এরপর দ্বিতীয় টেস্টে জবাব দেওয়ার পালা শান্ত স্বভাবেই স্টার্কেরও।
যদিও অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে আগে মিচেল স্টার্ক কিন্তু প্রশংসায় ভাসাচ্ছেন যশস্বীকে। তিনি বলছেন, ‘বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সাহসী তরুণ ব্যাটাদের মধ্যে অন্যতম যশস্বী জয়ওয়াল। ও ভারতীয় দলের হয়ে অনেক ম্যাচে খেলে। যেভাবে দ্বিতীয় ইনিংসে মানিয়ে নিয়ে পার্থ টেস্টে, ও দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, তাতে ওকে সাধুবাদ জানাতেই হবে। ’।
পাশাপাশি স্টার্ক বলছেন, ‘পার্থ টেস্টে আমরা যশস্বীকে কম রানেই আউট করে দিয়েছিলাম, প্রথম ইনিংসে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ও যখন খেলতে নামে তখন গোটা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিল, সেই কারণ ওরকম একটা ইনিংস খেলে। এবার অ্যাডিলেডেও ওর মোকাবিলা করতে হবে আমাদের ’।