ICC Womens U19 T20 World Cup-‘সিনিয়র পর্যায়ে ভালো খেললে ওর থেকে বেশি খুশি আমি হব,তবে…’ তৃষার প্রশংসায় মিতালি রাজ
Updated: 03 Feb 2025, 07:00 PM ISTভারতের জার্সিতে মহিলাদের অনুর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে নজির গড়েন গঙ্গাদি তৃষা। তিনি প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শতরান করার নজির গড়েন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি ফাইনালে ম্যাচের সেরাও হন তিনি। এরপরই বলেনতাঁর রোল আইকন মিতালি রাজ। পাল্টা মিতালিও তৃষাকে ভাসালেন প্রশংসায়।
পরবর্তী ফটো গ্যালারি