ভারতীয় দলের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম বিরাট কোহলি। হতে পারে সাম্প্রতিক সময়টা হয়ত বিরাটের ভালো যাচ্ছে না। তাও বিরাট নিজের খারাপ সময়ও টি২০ বিশ্বকাপ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দেশকে ট্রফি এনে দিয়েছেন। পার্থে শতরান করেছেন। তাই বিরাটের সঙ্গে সাম্প্রতিক ক্রিকেটের জো রুট বা বাবর আজমদের কোনও তুলনাই হয় না, মনে করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
বিরাটে মুগ্ধ আমির-
যে কোনও সত্যিকারের ক্রিকেটপ্রেমি স্বীকার করে নেবেন বিরাট কোহলিই এই মূহূর্তের সেরা ব্যাটার, যদি না তাঁর কোনও বাধ্যবাধকতা থাকে বা অন্য কোনও ফন্দি থাকে। এই যেমন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমির, যিনি একা হাতেই কার্যত ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছিলেন। তিনি বলছেন বিরাটের সঙ্গে বাবরদের তুলনাই চলে না।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
বাবর আজমের সঙ্গে তুলনা শুনলে হাসি পায়-
আরও কঠোর ভাষাতেই মহম্মদ আমির বলছেন, ‘বর্তমান প্রজন্মে বিরাট কোহলিই সেরা ক্রিকেটার। ওর সঙ্গে যখন বাবর আজম, স্টিভ স্মিথ, জোর রুটদের তুলনা হয় তখন আমার হাসিই পায়। বিরাট কোহলির সঙ্গে কারোর তুলনা চলে না, কারণ ভারতকে এমন অনেক ম্যাচ ও জিতিয়েছে যেগুলো অন্যদের জন্য অসম্ভব ছিল। সেটা কিন্তু শুধু একটা ফরম্যাটে নয়, সব ধরণের ফরম্যাটে। বিরাটই এই প্রজন্মের সেরা ব্যাটার ’।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
তিন ফরম্যাটেই দুরন্ত বিরাট-
টেস্টে বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৮৯৪৭ রান, অর্থাৎ অস্ট্রেলিয়ায় পরের দুই টেস্টেই তিনি ৯০০০ রানের গণ্ডি টপকে যেতে পারেন। ওডিআইতে বিরাটের নামের পাশে রয়েছে ১৩৯০৬ রান, যেটা তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী সিরিজেই টপকে ১৪ হাজারের ক্লাবে প্রবেশ করতে পারেন। এছাড়া টি২০তে বিরাটের ঝুলিতে রয়েছে ৪১৮৮ রান।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কাড়েন আমির-
আমির বলছেন, ‘বিরাট কোহলির কাজের প্রতি দায়বদ্ধতা আর শৃঙ্খলাবোধই তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে। ইংল্যান্ডে ২০১৪ সালে খারাপ সময়ের পর টানা ১০ বছর ধরে বিশ্বক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছে কোহলি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওর উইকেটটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটার জন্য আমরা ফাইনাল জিতেছিলাম। যদি বিরাট আউট না হত, তাহলে আমরাও হেরে যেতাম, কারণ আমরা সবাই জানি রান তাড়া করার সময় ওর রেকর্ড কেমন ’।