কোনও দলের অধিনায়ককে ম্যাচ হারার পর বলতে শুনেছেন খুশি হয়েছে? না বলাটাই স্বাভাবিক। কিন্তু এই আজব ঘটনা দেখল পাকিস্তান ক্রিকেট। বর্তমানে পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ চলছে। সেখানেই স্ট্যালিয়ন দলের অধিনায়ক মহম্মদ হ্যারিস ম্যাচ হেরে বললেন, ‘খুশি হয়েছি আমরা হেরে গেছি’। যেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। হাসাহাসি শুরু করেছে নেটিজেনরা। ১৫ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে মুখোমুখি হয়েছিল স্ট্যালিয়ন এবং মারখোরস। সেখানে প্রথমে ব্যাট করে ২৩১ রান করে মহম্মদ রিজওয়ান নেতৃত্বাধীন মারখোরস। জবাবে ব্যাট করতে নেমে ২৩.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় মহম্মদ হ্যারিসের দল।
এরপরই ম্যাচ শেষে যখন তাঁকে হারের কারণ জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, ‘আমাদের কোনও ভুল হয়নি। আমরা যা চাইছিলাম তাই হয়েছে। আমরা আমাদের দলের শক্তি পরীক্ষা করছিলাম’। হ্যারিস আরও বলেন, ‘আমরা আমাদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করেছিলাম, আজ আমরা রান তাড়া করছিলাম। যাতে আমরা দলের শক্তি পরীক্ষা করতে পারি। তাই হয়েছে। আমি খুশি হয়েছি আমরা হেরেছি’। এই বক্তব্য ভালো ভাবে নেননি পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা। একজন জাতীয় দলের খেলোয়াড়ের এমন মন্তব্য শোভা পায় না বলে মনে করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায়ও তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই।
চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ পাকিস্তানের একটি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। এবছর প্রথম শুরু হয়েছে প্রতিযোগিতাটি। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে রয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। প্রায় ১৫০ ক্রিকেটার অংশ নিয়েছেন চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে। রয়েছেন অনেক তারকা ক্রিকেটারও। প্রাক্তন তারকা ক্রিকেটারদেরও মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন।