লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিরুদ্ধে হার দিয়ে মেজর লিগ ক্রিকেটের নতুন মরশুম শুরু করে টেক্সাস সুপার কিংস। ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বড় রানের ইনিংস গড়েও প্রকৃতির বাধায় জয়ের মুখ দেখা হয়নি ফ্যাফ ডু'প্লেসিদের। বৃষ্টিতে ম্যাচ মাঝপথেই ভেস্তে যাওয়ায় জলে যায় দলনায়ক ডু'প্লেসির মারকাটারি শতরান। অবশেষে তৃতীয় ম্যাচে এসে নতুন মরশুমে প্রথম জয়ের স্বাদ পেল সুপার কিংস। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকে ইউনিকর্নসকে কার্যত একতরফাভাবে হারিয়ে দেয় টিএসকে।
মরিসভিলে লিগের ৭ নম্বর ম্যাচে সম্মুখমরে নামে ডু'প্লেসির টেক্সাস সুপার কিংস ও কোরি অ্যান্ডারসনের নেতৃত্বাধীন সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সান ফ্রান্সিসকো। শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকা ইউনিকর্নস ১৭.৫ ওভারে ১২৭ রানে অল-আউট হয়ে যায়।
দলের হয়ে সব থেকে বেশি ৩৩ রান করেন ম্যাথিউ শর্ট। ১৫ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ২২ বলে ১৯ রান করেন হাসান খান। মারেন ১টি চার ও ১টি ছক্কা। এছাড়া ফিন অ্যালেন ১০, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ১১, সঞ্জয় কৃষ্ণমূর্তি ১৭ ও হ্যারিস রউফ ১৩ রান করেন। কোরি অ্যান্ডারসন করেন ৩ রান। ১ রানে আউট হন জোশ ইংলিস। খাতা খুলতে পারেননি লিয়াম প্লাঙ্কেট।
সুপার কিংসের হয়ে ৩.৫ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন মহম্মদ মহসিন। ৩ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট দখল করেন ডোয়েন ব্র্যাভো। জিয়া উল হক ৩ ওভারে ৪১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পকেটে পোরেন নবীন উল হক ও মিচেল স্যান্টনার।
জবাবে ব্যাট করতে নেমে টেক্সাস সুপার কিংস ১২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৮ রান সংগ্রহ করে নেয়। ১৭ বলে ৩৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন ক্যাপ্টেন ডু'প্লেসি। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৪ রান করেন অ্যারন হার্ডি। ১৯ বলে ৩২ রান করেন ডেভন কনওয়ে। তিনি ৫টি চার মারেন।
সান ফ্রান্সিসকোর হয়ে ২ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নেন হাসান খান। ২ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট। ৪৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে টেক্সাস সুপার কিংস। ম্যাচের সেরা হন মহম্মদ মহসিন।
উল্লেখযোগ্য বিষয় হল, নিজেদের প্রথম ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই টিএসকে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে। ভেস্তে যাওয়া ম্যাচের ১ পয়েন্ট মিলিয়ে ৩ ম্যাচ থেকে ডু'প্লেসিদের সংগ্রহ সাকুল্যে ৩ পয়েন্ট। ওয়াশিংটন ফ্রিডম ২ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় তারা রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।