সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি। তবে সেই জল্পনায় ইতি টানেন এই ৪০ বছর বয়সী ক্রিকেটার নিজেই। নবি জানিয়েছিলেন, ফিট থাকলে অবশ্যই খেলা চালিয়ে নিয়ে যাবেন। শুধু তাই নয়, তিনি এই স্বপ্ন দেখছেন যে জাতীয় দলে ছেলের পাশে খেলবেন। নবি আফগানিস্তানের একজন তারকা ক্রিকেটার। বিশ্বজুড়েও যথেষ্ট নামডাক রয়েছে তাঁর। বয়স ৪০ হলেও দুনিয়ার বিভিন্ন প্রান্তে বেশ দাপটের সঙ্গেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে আসছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে এক সাক্ষাৎকারে মহম্মদ নবি জানিয়েছিলেন, ‘নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু ভাবিনি। সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি আমার শেষ ওয়ান ডে টুর্নামেন্ট নয়। হতে পারে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য অনেক কম ওয়ান ডে খেলব। এনিয়ে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। ফিট থাকলে নির্দিষ্ট বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি।’ তবে তাঁর ক্রিকেট কেরিয়ারে ছেলে হাসান ইশাখিলের সঙ্গে মাঠে নামতে চান বলেও জানিয়েছেন এই আফগান অলরাউন্ডার। ২০২৪ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে প্রতিনিধিত্ব খেলেছিলেন হাসান। তাঁর সঙ্গে খেলার প্রসঙ্গে নবি বলেন, ‘এটা আমার স্বপ্ন। আশা করি, আমরা এটা সত্যি করতে পারব। হাসান খুব ভালো করছে। ও খুব পরিশ্রমী, আমিও তাকে কঠোর পরিশ্রম করতে বলি।’
তিনি আরও বলেন, ‘ও কী করবে সেটা আমি ঠিক করে দিতে চাই না। সে নিজে ভাবুক। ও যদি সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটার হতে চায় তবে ৫০-৬০ রান যথেষ্ট নয়। সেঞ্চুরি করতে হবে। ও আমার কথা মতো নিজেকে এগিয়ে নিয়ে যেতে পরিশ্রম করছে। আমার সঙ্গে যখনই ওর কথা হয় তখন আমি ওকে এমন কিছু বলি যাতে সে খেলার জন্য আত্মবিশ্বাস পায়।’ অন্তত নবির এই কথায় স্পষ্ট যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না। মহম্মদ নবি ২০০৯ সালে আফগানিস্তানের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন। সেই সময় তাঁর বয়স ছিল ২৪ বছর। ২০২৫ সালে প্রথমবার দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করবেন তিনি। অভিজ্ঞ নবি এখনও পর্যন্ত মোট ১৭০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। রান করেছেন প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি। অন্যদিকে উইকেট নিয়েছেন ১৭২টি।