ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তনের সামনে দাঁড়িয়ে মহম্মদ শামি। কয়েকদিন আগেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। তবে খুব সম্ভবত ঘরোয়া ক্রিকেটে আর খেলতে হচ্ছে না ২০২৩ ওডিআই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিককে। তাঁকে সেপ্টেম্বরে হতে চলা বাংলাদেশ সিরিজেই সরাসরি ভারতীয় দলে সুযোগ দিতে চলেছে নির্বাচক কমিটি।
এই মূহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে রিহ্যাবে রয়েছে ভারতীয় দলের এই তারকা পেসার। চলতি বছরের শুরুতেই পায়ের অস্ত্রোপচার করিয়েছিলেন চোটের জায়গায়। এরপর আইপিএল,টি২০ বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ফুল ফিট শামিকে চাইছে দল। সেই কারণেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই ফের জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
ইতিমধ্যেন এনসিএর তরফে নির্বাচক কমিটিকে জানানো হয়েছে শামির ফিটনেসের ব্যাপারে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু দলিপ ট্রফি। নির্বাচকরা যদি খুব প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে সেই প্রতিযোগিতায় একটা ম্যাচে খেলানো হতে পারে শামি, অন্যথায় সরাসরি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই ফিরবেন। সেক্ষেত্রে ১৯ সেপ্টেম্বর গতবারের বিশ্বকাপের পর ফের দেশের জার্সিতে মাঠে নামবেন তিনি।
আরও পড়ুন-ইউরোর পর অলিম্পিক্সে সোনা জয় স্পেনের! ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ বছর পর সোনা জয়…
রিহ্যাবের শেষ পর্যায় এই মূহূর্তে রয়েছেন শামি। গত মাস থেকেই বোলিং শুরু করে দিয়েছেন এনসিএতে। সেখানে তাঁর ফিটনেস দেখে খুশি সকলে। সময়ের সঙ্গে সঙ্গেই ওয়ার্কলোড বাড়িয়েছে এই পেসার, তবে কোনওরকম ব্যথার কথা উল্লেখ করেননি তিনি। ফলে এনসিএ মনে করছে টেস্ট ক্রিকেটে বোলিং করার মতো ফিটনেস ফের ফিরে পেয়েছেন তিনি।
চলতি বছরের শেষ থেকে রয়েছে ভারতীয় দলের ঠাসা টেস্ট শিডিউল। তাই জোরে বোলিং ইউনিটের কতটা প্রয়োজন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তা ভালোই জানেন গম্ভীর এবং আগরকররা, সেই মতোই শামিকে তৈরি রাখতে চাইছেন তাঁরা। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর আগেই জানিয়েছিলেন, ‘আমার কম বেশি জানি, কোন কোন ক্রিকেটাররা ফিরতে পারে। কয়েকজনের হাল্কা চোটাঘাত আছে, তবে আশা করছি সেগুলো দ্রত কাটিয়ে ওঠা যাবে। প্রথম থেকেই আমাদের টার্গেট ছিল সেপ্টেম্বর বাংলাদেশ সিরিজে শামিকে খেলানো, ওর ফিটনেস সম্পর্কে এনসিএ থেকে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে ’।
আরও পড়ুন-‘তুমি সত্যি স্পেশাল! সর্বকালের সেরা ভারতীয় ক্রীড়াবিদ!’ নীরজকে নিয়ে বার্তা সিন্ধুর
ভারতীয় দলের পেস ইউনিট নিয়ে আগরকর আরও বলেছিলেন, ‘আগামী কয়েকটা মাসে প্রচুর টেস্ট ম্যাচ রয়েছে। ফলে আমাদের পেস বোলিংয়ে শক্তির দরকার রয়েছে। বুমরাহ, সিরাজের পাশাপাশি শামিও রয়েছে পেস বোলিং ইউনিটের তালিকায়। সামনে ঘরোয়া মরশুম রয়েছে, সেখানেও দেখে নেওয়া যাবে ক্রিকেটারদের ’। বাংলাদেশের বিপক্ষে শামি খেলতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে স্টেজ রিহারশাল সেড়়ে ফেলতে পারবেন ভারতীয় দলের এই স্পিডস্টার।