পার্থ টেস্টে হারের মধুর প্রতিশোধ অ্যাডিলেড টেস্টে এসে নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। পার্থে ২৯৫ রানে হারের বদলা হিসেলে অ্যাডিলেড ওভালে ১০ উইকেটে জিতেছে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেডরা। ভারতীয় দলের বোলাররা পার্থে যে উদ্যোমে বোলিং করেছিলেন, দ্বিতীয় টেস্ট সেই উদ্যোম দেখা যায়নি। বাস্তবিক কারণও রয়েছে।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
প্রথম যখন অ্যাওয়ে সিরিজ খেলতে কোনও দল যায়, তখন তাঁদের মধ্যে কোনও ক্লান্তি ভাবও থাকে না। আর কিছু করে দেখানোর আলাদা একটা উদ্যোমও থাকে। এছাড়া প্রথম টেস্টে রোহিত, গিলের মতো তারকারা না থাকায় আন্ডারডগ হিসেবে শুরু করেছিল ভারতীয় দল। তাই নিজেরা বাড়তি তাগিদও দেখিয়েছিলেন। কিন্তু পার্থে জয়ের পথে থাকা ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটারের ভুলই যেন আরও জাগিয়ে তুলেছে অজিদের।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
পার্থের স্লেজিং চাপে ফেলল ভারতকে-
এই যেমন স্টার্ককে যশস্বী বলেছিলেন তাঁর বোলিং আসতে হয়ে গেছে, লিয়নকে যশস্বী বলেছিলেন তিনি বুড়ো হয়ে গেছেন। মার্নাস ল্যাবুশানের সঙ্গে বোলিংয়ের সময় সামান্য হলেও কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন সিরাজ। এরপর দ্বিতীয় টেস্টে দেখা গেল, মার্নাস ল্যাবুশাল অর্ধশতরান করলেন, মিচেল স্টার্ক ৮ উইকেট নিয়ে ম্যাচই অজিদের জেতালেন। এর মধ্যেই ফের বিতর্ক তৈরি করেছিলেন সিরাজ, তিনি হেডকে আউটের পর টিপ্পনী দিয়ে তাঁকে অঙ্গভঙ্গি করেন। যদিও রবিবার সকালেই নিজেই বিষয়টি মিটিয়ে নিলেন সিরাজ।
আরও পড়ুন-Nz vs Eng- নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ওভারেই ছয়! বিরল নজির জ্যাক ক্রলির…
স্মিথের পাশে দাঁড়িয়েছিলেন বিরাট-
অস্ট্রেলিয়া থেকে ভারত, সমস্ত কিংবদন্তিই প্রায় সিরাজের কাণ্ডকারখানা দেখে বিরক্ত হয়েছিলেন। রিকি পন্টিং, সুনীল গাভাসকর থেকে ম্যাথিউ হেডেন, সিরাজের কাজে খুশি ছিলেন না কেউই। কারণ কয়েক বছর আগে যখন স্মিথকে বল বিকৃতি নিয়ে দর্শকরা কটুক্তি করছিলেন তখন খেলা থামিয়ে দর্শকদের কাছে এসে তাঁদের নিষেধ করেছিলেন বিরাট কোহলি, দেখিয়ে দিয়েছিলেন স্পোর্টসম্যানশিপ কাকে বলে। সেখানে সিরাজ যখন হেডকে আউট করলেন, ততক্ষণে তিনি ১৪০ রান করে ফেলেছেন। অর্থাৎ দুর্দান্ত ইনিংস খেলেছেন গোলাপি বলে, অথচ তাঁকে সম্মান না জানিয়ে অযথাই তাঁকে সেন্ড অফ দেন।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
হেডের সঙ্গে ঝামেলা মেটালেন সিরাজ-
ম্যাচের দ্বিতীয় দিনে সিরাজ এবং হেডের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। এরপর সিরাজকে গোটা মাঠই প্রায় কটাক্ষ করছিল, মানে বু করা যাকে বলে। অস্ট্রেলিয়ায় আরও তিনটি টেস্ট খেলতে হবে, তখনও যদি অস্ট্রেলিয়ান সমর্থকরা বিরক্ত করে তাহলে সিরাজের ফোকাস করতে অসুবিধা হবে। সেটা নিজে থেকে বুঝে হোক, বা টিম ম্যানেজমেন্টের পরামর্শে সিরাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেন হেডের সঙ্গে।
সিরাজ বিতর্ক মেটালেন-
সিরাজ যখন রবিবার সকালে ব্যাটিং করতে এলেন, তখন হেডের সঙ্গেও ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলে ব্যাপারটি মিটিয়ে নিলেন। বোঝালেন, যা হয়েছে হিট অফ দ্য মোমেন্টই হয়েছে। পাল্টা হেডও ঘাড় নেড়ে সম্মতি দিলেন বিষয়টিকে হাল্কাভাবে নেওয়ার। অবশেষে বিতর্কে জবনিকা পতন ঘটল, তা বলাই যায়। সেই ছবি সম্প্রচারকারী সংস্থাও শেয়ার করল…