ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এখন সব থেকে বেশি চর্চায় রয়েছেন পেসার মহম্মদ সিরাজ। বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালরা প্রথম টেস্টে শতরান করেও বোধ হয় এত বড় শিরোনামে জায়গা পাননি, যতটা সিরাজ পেয়েছে অ্যাডিলেডে তিন দিনে হারা টেস্টেরও পরেও। ট্র্যাভিস হেডকে অঙ্গভঙ্গি এবং সেন্ড অফের জন্য শিরোনামে জায়গা পেলেও সমালোচনাও কম হয়নি ভারতীয় পেসারের। পড়তে হয়েছে আইসিসির কোপের মুখেও।
আইসিসির তরফ থেকে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের ঘটনার জন্য দুই ক্রিকেটার ট্র্যাভিস হেড এবং মহম্মদ সিরাজকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। টেস্ট হারের পর পরই ভারতীয় দল অ্যাডিলেডে অনুশীলনে নেমে গেছিল ব্রিসবেন টেস্টের প্রস্তুতিতে। এই ব্রিসবেনের গাব্বাতেই গতবার অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে দিয়েছিলেন পন্ত, গিলরা।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
মঙ্গলবার অনুশীলন করেননি সিরাজ, বুমরাহ-
জানা গেছে মঙ্গলবার সকালে ভারতীয় দলের হয়ে অনুশীলন করতে দেখা যায়নি মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহকে। আসলে ওয়ার্ক লোডের কারণেই তাঁদের আর অতিরিক্ত চাপ দিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। এমনিতেই দ্বিতীয় টেস্টে সামান্য চোট পেয়েছিলেন বুমরাহ, যা নিয়ে চিন্তার শেষ ছিল না ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
জরিমানা নিয়ে সিরাজকে প্রশ্ন-
টিম ইন্ডিয়ার অনুশীলনের মাঝেই সিরাজকে প্রশ্ন করা হয়, আইসিসির তরফে তাঁকে করা জরিমানা নিয়ে। অস্ট্রেলিয়ান মুদ্রায় সিরাজের ম্যাচ ফির ২০ শতাংশ মানে ১৬৫০০ অস্ট্রেলিয়ান ডলার, আর ভারতীয় মূল্যে যা প্রায় ৯ লক্ষ টাকার কাছাকাছি। সিরাজ অবশ্য বিষয়টিতে খুব বেশি বিচলিত নন। সাংবাদিককে প্রশ্নের উত্তরে ভাঙা ভাঙা ইংরাজিতে সিরাজ বলেন, ‘ইয়েহ ম্যান, ইটস অল গুড( অর্থাৎ বিষয়টি তিনি হাল্কাভাবেই নিতে চাইলেন, তাই বললেন সবই ঠিক আছে) ’।
এরপর অস্ট্রেলিয়ান মিডিয়া নিজেদের কাজটাই করেন। একটু খুঁচিয়ে জিজ্ঞাসা করেন সিরাজকে, তিনি জরিমানার জন্য হতাশ কিনা। পাল্টা সিরাজও নিজের স্টাইলে উত্তর দেন, ‘আমি এখন জিমে যাচ্ছি ’। সেখানেই সাংবাদিকের প্রশ্ন শেষ হয়ে যায়।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
সিরাজ ভুল বোঝাবুঝি মেটান-
অ্যাডিলেডে ভারতীয় দলের হারের পরেই অবশ্য বিষয়টা মিটিয়ে নিয়েছিলেন দুই ক্রিকেটাররা। সিরাজ যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন হেডকে বলেছিলেন, ‘নাথিং পার্সোনাল ম্যান( অর্থাৎ তোমার সঙ্গে ব্যক্তিগত কোনও ঝামেলা নেই) ’। সেই ম্যাচে হেড ১৪০ রান করার পর তাঁকে সেন্ড অফ দিয়েছিলেন সিরাজ।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
বিবাদ নেই, বলছেন হেড-
হেডও ম্যাচের শেষে বলেছিলেন, তিনি এবং সিরাজ নিজেদের মধ্যে হওয়া ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন। অজি তারকা বলেছিলেন, ‘ওটা মিটে গেছে। সিরাজ খেলতে এসে আমায় বলেছিল, যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমার মনে হয়, আমরা বিষয়টা থেকে বেরিয়ে এসেছি। একটা ভালো সপ্তাহ পেয়েছি, এটাকে নষ্ট করতে দিয়ো না ’।
বিতর্ক মেটালেন হেড-
হেড বলেছিলেন, ‘সিরাজ আমায় বলেছিল, যে আমার সঙ্গে ওর কোনও ব্যক্তিগত বিষয় নেই, পুরোটাই ভুলবোঝাবুঝি। তাই আমাদের মধ্যে আর কোনও বিবাদও নেই। এটাই সত্যি ’। দ্বিতীয় দিনে ১৪০ রানের মাথায় হেডকে আউট করার পরই সিরাজকে হেড বলেছিলেন, ওয়েল বোল্ড অর্থাৎ ভালো বোলিং করেছ। কিন্তু সেটা না বুঝেই নাকি সিরাজ তাঁকে কটুক্তি করে অঙ্গভঙ্গি করেন।