মেলবোর্নে শুরু হয়ে গেছে বক্সিং ডে টেস্ট। ভারত বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচ শুরুর দিন থেকেই হচ্ছে একেবারে টানটান। পুরো সিনেমা যাকে বলে, মার্নাস ল্যাবুশানের সঙ্গে সিরাজের ধাক্কা হোক বা নবাগত স্যান কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির ধাক্কা, সিরিজের গুরুত্বের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে টেনশন, আর এই ম্যাচে ছড়াচ্ছে উত্তাপ।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
নজর কাড়লেন নবাগত কনস্টাস-
ভারতীয় দলের বোলাররা মেলবোর্নে প্রথম সেশনে অস্ট্রেলিান ব্যাটারদের আউট করতে বেশ বেগ পেল। নবাগত স্যান কনস্টাসকে কেন এতদিন ক্রিকেট অস্ট্রেলিয়া খেলায়নি, সেই ভেবে বোধহয় হাত কামড়াচ্ছেন তাঁদের নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেলি। অভিষেক টেস্টেই এই ক্রিকেটার করেছেন ৬৫ বলে ৬০ রান। এর মধ্যে ১ ওভারে বুমরাহকেও মেরেছেন ১৮ রান।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
পার্টনারশিপ ভাঙতে তুকতাক সিরাজের-
তিনি আউট হওয়ার পরই মাঠে নামেন মিডল অর্ডারের ব্যাটার মার্নাস ল্যাবুশান। এই সিরিজে শতরান না পেলেও , ল্যাবুশান আসতে আসতে ফর্মে ফিরেছেন। তিনিই উইকেটে এসে চেনা ঢংয়েই আঁকড়ে পড়েছিলেন। ওদিকে আরেক ওপেনার খোয়াজাও অর্ধশতরান করে ফেলেছিল, কিছুতেই পার্টনারশিপ ভাঙা যাচ্ছে না দেখে ফের একটু তুকতাক করেন নেন মহম্মদ সিরাজ, এর আগে কাজে না লাগলেও এই টেস্টে কাজে লেগে গেল।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
সিরাজের তুকতাকের পরই আউট খোয়াজা-
ম্যাচের ৪৪ ওভারে মহম্মদ সিরাজ গিয়ে মার্নাস ল্যাবুশানের দিকে উইকেটের বেল পরিবর্তন করে দেন। এটাকে তুকতাক বলুন বা ফোকাস নষ্টের চেষ্টা, তা কিন্তু কাজে লেগে গেল। ল্যাবুশান আউট না হলেও পরের ওভারেই বুমরাহর বলে আউট হয়ে গেলেন ওপেনার উসমান খোয়াজা। শর্ট বল লেগ সাইডে শট খেলতে গিয়ে আউট হলেন, সিরাজও ভরসা পেলেন তাঁর তুকতাক কাজ করছে দেখতে পেয়ে। উইকেটের বেল পরিবর্তনের সময় ল্যাবুশান মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, তা দেখে সিরাজ আবার টিপ্পনী দিয়ে তাঁকে বললেন, 'এদিকে তাকাও'।
আরও পড়ুন-সিরাজ-আকাশদের ব্যর্থতার দিনেও উজ্জ্বল বুমরাহ! বোলারদের ব্যর্থতা ঢাকতে হেডের প্রশংসায় মর্কেল…
ফের ব্যর্থ সিরাজ-
মেলবোর্নে বুমরাহ অবশ্য নিজের দুর্দান্ত ফর্ম ধরেই রেখেছেন। সিরিজে ২০ উইকেটের বেশি নেওয়া হয়ে গেল তাঁর। এসব তুকতাক ছাড়াই, স্রেফ নিজের দক্ষতা দিয়েই। ওদিকে শুনতে একটু খারাপ লাগলেও, অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটারের মধ্যে কাউকেই আউট করতে পারলেন না নতুন বলে অপর এন্ডে বোলিং শুরু করা মহম্মদ সিরাজ।