দীর্ঘ চোট আঘাত সামলে ভারতীয় দলে ফিরে এসেছেন মহম্মদ শামি। কিন্তু এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচ খেলা হয়ে গেলেও শামিকে খেলতে দেখা যায়নি। এনিয়ে কৌতূহলের শেষ নেই ক্রিকেট প্রেমীদের মনে। এরফলেই প্রশ্ন উঠছে তবে কী সম্পূর্ণ ফিট নয় বাংলার এই পেসার? ভুল, একদমই ঠিক নয় সেটা। মহম্মদ শামি বর্তমানে সম্পূর্ণ ফিট রয়েছেন। তাঁর না খেলার কারণ সম্পূর্ণ অন্য। আসলে ইতিমধ্যেই চোট রয়েছে জসপ্রীত বুমরাহের। আদৌ তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে কিনা সেই বিষয়টা নিয়ে সন্দেহ রয়েছে। যদি বুমরাহ না খেলতে পারেন তবে সেই জায়াগায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে মহম্মদ শামিকে। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
মহম্মদ শামি দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। তারপর থেকে চোটের বিরুদ্ধে লড়াই শুরু হয় তাঁর। অবশেষে ২০২৪-এর শেষের দিকে বাংলার হয়ে বল হাতে ক্রিকেট মাঠে ফিরে আসেন তিনি। দুরন্ত পারফরম্যান্স করে ফের একবার জাতীয় দলে জায়গা করে নেন শামি। তবে তাঁকে সামলে রেখে ব্যবহার করতে চাইছে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট। টি-২০ ক্রিকেটে এমনিও শামিকে খুব বেশি খেলতে দেখা যায়নি। তাই তাঁকে ওডিআই ক্রিকেটে একেবারে মাঠে নামাতে চাইছে ম্যানেজমেন্ট। কারণ খুব স্পষ্ট, তারা চায় না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনও চোট পাক এই তারকা পেসার। বুমরাহকে এক প্রকার পাওয়া যাবে না ধরে নিয়েই শামির উপর ফোকাস করছে টিম ম্যানেজমেন্ট।
বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, ‘চোট পাওয়ার পর শামি যেই ২ কেজি ওজন বাড়িয়েছিল তা কমিয়েছে। সে পূর্ণ শক্তি দিয়ে বল করছে। ওর টি-২০ ক্রিকেটে বেশি কিছু করার নেই। কিন্তু আসন্ন ওডিআই ম্যাচগুলিতে ওকে অনেক কিছু করতে হবে।’ এই তথ্য থেকে এটা নিশ্চিত হওয়া যায় যে ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচেও খেলতে দেখা যাবে না শামিকে। ইতিমধ্যেই কলকাতায় এবং চেন্নাইয়ে জয় পেয়েছে ভারত। তাই কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব উইনিং কম্বিনেশন পাল্টাতে চাইবে বলে মনে হয় না। সেই ক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে একেবারে বল হাতে দেখা যেতে পারে শামিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটাই তাঁর ম্যাচ প্র্যাক্টিস হয়ে উঠতে পারে।