সচরাচর একটি ম্যাচে দাপুটে জয় তুলে নিলে পরবর্তী ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখার প্রবণতা চোখে পড়ে সব দলের মধ্যেই। ভারতও ব্যতিক্রমী নয়। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কার্যত নিখুঁত ক্রিকেট উপহার দেয় টিম ইন্ডিয়া। ক্রিকেটের তিন বিভাগেই ইংল্যান্ডকে টেক্কা দিয়ে অসাধারণ জয় তুলে নেয় ভারতীয় দল।
সঙ্গত কারণেই চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে বিশেষ রদবদল হওয়ার সম্ভাবনা কম। তবে পিচের চরিত্র ও পরিবেশ-পরিস্থিতির নিরিখে কম্বিনেশনে বদল করা এমন কিছু বিরল বিষয়ও নয়। তাই ভারত একই এগারোজনকে নিয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামবে এমন কোনও নিশ্চিয়তা নেই।
এক্ষেত্রে ভারতের ব্যাটিং লাইনআপে বদল হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ সিরিজ থেকেই ভারতের ব্যাটিং লাইনআপকে পরীক্ষিত দেখাচ্ছে। ওপেনে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসনের মাঠে নামা নিশ্চিত। তিনে ও চারে সূর্যকুমার ও তিলক বর্মা নিজেদের মধ্যে জায়গা বদল করতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী।
আরও পড়ুন:- IND vs ENG 2nd T20I Live Streaming: আজ জিতলেই সিরিজ জয়ের দোরগোড়ায় সূর্যরা, ফ্রিতে
হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংয়ের মিডল অর্ডারে জায়গা পাকা। চেন্নাইয়ের পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকতে পারে। তাই ভারত অক্ষর-বিষ্ণোই-বরুণের স্পিন ত্রিফলায় শান দেবে, এতে অবাক হওয়ার কিছু নেই। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মহম্মদ শামিকে যাচাই করার প্রসঙ্গ রয়েছে বলেই বোলিং লাইনআপে একটি বদল ঘটাতে পারেন সূর্যকুমার যাদবরা।
এক্ষেত্রে অল-রাউন্ডার নীতীশ রেড্ডিকে বসিয়ে শামিকে খেলানোর বিকল্প রয়েছে ভারতের সামনে। তবে যদি চেন্নাইয়ের পিচ তেমন স্পিন সহায়ক মনে না হয় এবং শিশির সমস্যার জন্য পরের দিকে স্পিনারদের জন্য পরিস্থিতি প্রতিকূল হয়ে দাঁড়াতে পারে বলে মনে হয়, তাহলে রবি বিষ্ণোইকে বসিয়ে ভারত শামিকে মাঠে নামাতে পারে।
অবশ্য এই ফর্মুলার বাইরে গিয়েও ভারতের শামিকে প্রথম একাদশে জায়গা করে দেওয়ার সুযোগ রয়েছে। বিষ্ণোইকে বসিয়ে যদি শামিকে মাঠে নামায় ভারত, সেক্ষেত্রে স্পিন বোলিং বিকল্প কমতে পারে টিম ইন্ডিয়ার। তেমন হলে নীতীশ রেড্ডির জায়গায় স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে খেলানোর অবকাশ রয়েছ ভারতের সামনে। তবে শামিকে যদি আরও একটা ম্যাচে মাঠের বাইরে রাখতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় টি-২০ ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (ভাইস ক্যাপ্টেন), নীতীশ রেড্ডি/মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী।