ক্রিকেট থেকে অবসরগ্রহণ বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহার। আগেই জানিয়ে দিয়েছিলেন যে, এবছর রঞ্জি অভিযানের শেষেই পেশাদার ক্রিকেট থেকে বিদায় নেবেন। সেই মতো ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে বাংলার রঞ্জি ম্য়াচেই শেষবার পেশাদার ক্রিকেটে মাঠে নামেন ঋদ্ধিমান। তাঁর বিদায় ম্যাচে জয় পেয়েছে বাংলা। দুরন্ত পারফরম্যান্স করে একদিন আগেই ম্যাচ জিতে নেয় অনুষ্টুপরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পঞ্জাবকে এক ইনিংস ও ১৩ রানে পরাজিত করে বাংলা। ঋদ্ধিমানের অবসরকে ঘিরে আবেগতাড়িত ছিল বাংলার ক্রিকেট মহল। দলে না থাকলেও সেই আবেগ ছুঁয়ে গেছে মহম্মদ শামিকে। একটা সময় বাংলার হয়ে একসঙ্গে খেলছেন এই দুই ক্রিকেটার। শুধু তাই নয়, শামির গুজরাট টাইটান্স দলের সতীর্থ ছিলেন ঋদ্ধি।
বিদায় বেলায় সতীর্থের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মহম্মদ শামি। বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে রয়েছেন। এদিন নিজের এক্স হ্যান্ডেলে ঋদ্ধির সঙ্গে পুরোনো ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজকে আমরা ভারতীয় ক্রিকেটের সত্যিকারের এক কিংবদন্তি- ঋদ্ধিমান সাহাকে বিদায় জানালাম। তার দুর্দান্ত গ্লাভ ওয়ার্ক এবং মাঠে ও বাইরে অগণিত স্মরণীয় মুহূর্তগুলি একটি অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছে। রঞ্জি ট্রফি থেকে শুরু করে জাতীয় দলে, তার ডেডিকেশন এবং প্যাশন আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। ঋদ্ধিমান, তোমার পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা রইল। তোমার লেগাসি পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে!’
শুধু বাংলার ক্রিকেটেই নয়, বরং ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটেও ঋদ্ধিমান সাহার অবদান রয়েছে যথেষ্ট। বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপারদের মধ্যে একজন বলে বিবেচিত হন ঋদ্ধি। ভারতের হয়ে মোট ৪০টি টেস্ট ও ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ২৯.৪১ গড়ে ১৩৫৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৩টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৬টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১১৭ রানের। টেস্টে ৯২টি ক্যাচ ধরেছেন সাহা। স্টাম্প-আউট করেছেন ১২টি।
ওয়ান ডে ক্রিকেটে ঋদ্ধির সংগ্রহ মোটে ৪১ রান। তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি ক্যাচ ধরেছেন ও ১টি স্টাম্প-আউট করেছেন। অন্যদিকে ১২২টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে প্রায় ৬ হাজার ৫০০ রান করেছেন ঋদ্ধিমান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২০৩* রানের। ক্যাচ ধরেছেন ৩১৩টি এবং স্টাম্প করেছেন ৩৭টি